২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত ৮৪ ও মৃত ১০, ফলে রাজ্যে এখন করোনাযুক্ত মৃত্যুর সংখ্যা ২২৫, সরাসরি করোনা সংক্রমণের কারণেই মারা গিয়েছেন ১৫৩ জন, বাকি ৭২ জনের করোনা সংক্রমণের সঙ্গে ছিল কো-মরবিডিটি,  মোট আক্রান্ত ২৪৬১

Previous articleগুজরাতের মন্ত্রীর বিধায়ক পদ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Next articleএকনজরে বাংলার করোনা আপডেট