গুজরাতের মন্ত্রীর বিধায়ক পদ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

গুজরাতের শিক্ষা ও আইন বিষয়ক মন্ত্রী বি চুদাসামার বিধায়ক পদ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচনে দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় গুজরাত হাইকোর্ট চুদাসামার বিধায়ক পদ বাতিলের নির্দেশ দিয়েছিলো৷

গত ১২ ই মে গুজরাতের শিক্ষা ও আইন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়ক পদ বাতিল করে গুজরাট হাইকোর্ট। টানা ২ বছর ধরে ৭৩ টি শুনানির পর এই নির্দেশ জারি করেছিলো গুজরাতের হাইকোর্ট৷

Previous articleকরোনা এবং ভ্যাকসিন নিয়ে বিল গেটসের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী
Next article২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে সংক্রমিত ৮৪ ও মৃত ১০, ফলে রাজ্যে এখন করোনাযুক্ত মৃত্যুর সংখ্যা ২২৫, সরাসরি করোনা সংক্রমণের কারণেই মারা গিয়েছেন ১৫৩ জন, বাকি ৭২ জনের করোনা সংক্রমণের সঙ্গে ছিল কো-মরবিডিটি,  মোট আক্রান্ত ২৪৬১