ব্যালটে নয় ইভিএমেই হবে ভোট, বড় রায় দেশের শীর্ষ আদালতের!

বিরোধীদের দাবীকে নস্যাৎ করে ভিভিপ্যাটের ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দু’বছর ধরে চলতে থাকা মামলার শুনানিতে শুক্রবার রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে(EVM ) পড়া ভোটের সঙ্গে ভিভিপ্যাট (VVPAT) ১০০ শতাংশ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে একাধিক পিটিশন জমা পড়েছিল। কমিশন বলেছিল এই পদ্ধতি কার্যকর করতে গেলে আবার ব্যালট জমানায় পিছিয়ে যেতে হবে এ দিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে জানানো হয় যে ব্যালটে নয় ইভিএমেই ভোট হবে।

শীর্ষ আদালতের তরফে শুক্রবার নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয় যে ইভিএমে দলীয় প্রতীক বা সিম্বল লোড করার পর তা সিল করে দিতে হবে। এর পাশাপাশি ভোট হয়ে যাওয়ার পর কমপক্ষে দেড় মাস অর্থাৎ ৪৫ দিন ইভিএম-কে সংরক্ষণ করতে হবে। ভিভিপ্যাট ১০০ শতাংশ যাচাই করার আর্জি খারিজ করে দেওয়া হলেও সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে কোনও মেশিনের মাধ্যমে ভিভিপ্যাট স্লিপ গোনা সম্ভব কি না, তা খতিয়ে দেখতে হবে। মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত রায় বলেন, ‘বিচার ব্যবস্থা হোক কিংবা আইন অর্থবহ সমালোচনা সব সময় স্বাগত। গণতন্ত্রের তিনটি স্তম্ভের উপর ভরসা রাখা এবং শান্তি বজায় রাখাই মূল উদ্দেশ্য। কোনও ব্যবস্থাকে অন্ধভাবে সন্দেহ করলে সংশয় তৈরি হতেই পারে। তাই ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা আছে। এরপরই তিনি বলেন বিশ্বাস এবং সহযোগিতার উপর ভিত্তি করেই গণতন্ত্রের কণ্ঠকে আরও শক্তিশালী করা সম্ভব।’ এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার বলেন, EVM সবথেকে বেশি সুরক্ষিত। সেই কারণে এই পদ্ধতির পুনরায় যাচাই (VVPAT -EVM tally)করার প্রয়োজনীয়তা নেই। সুপ্রিম কোর্ট সেই কথাকেই মান্যতা দিয়েছে।

 

Previous articleসাত সকালেই মেজাজ হারালেন সুকান্ত! বালুরঘাটে হারের গন্ধ পেল বিজেপি?
Next articleদার্জিলিং- রায়গঞ্জে ৩২ শতাংশ ভোট, অশান্তির জেরে পিছিয়ে পড়ল বালুরঘাট!