Monday, November 17, 2025

লকডাউনের ফয়দা নিয়ে কেন্দ্র আসলে মানুষকে ঠকাচ্ছে : অভিজিৎ ঘোষের কলম

Date:

অভিজিৎ ঘোষ

কোভিডের আড়ালে কেন্দ্র মারাত্মক কিছু পদক্ষেপ করছে, যা দীর্ঘদিন ধরে তৈরি করা দেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চাইছে। যেমন শুক্রবারের অত্যাবশ্যকীয় পণ্য আইন। ১৩টি পণ্য আর অত্যাবশ্যকীয় থাকছে না। ১৯৫৫ সালের আইন পাল্টে দেওয়া হচ্ছে। অর্থাৎ ৬৫ বছরের পুরনো আইন বদলে যাচ্ছে। সংসদ বসছে না, তাই অর্ডিন্যান্স আনা হচ্ছে। কৃষকদের পণ্য আর নির্দিষ্ট দামে সরকারি এজেন্সি কিনে নেবে না। সরকার এখানে অপশনাল। কৃষকরা চাইলে সরকার, ফোড়ে, ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী, যাকে খুশি বিক্রি করবে। আগে কেজিতে ২টাকা লাভ হলে এখন কেজিতে ২০টাকা লাভের সুযোগও থাকছে। সরকার বানিয়াদের মতো পয়সার লোভ দেখিয়ে যে কথাটা বলেনি তা হলো…

১. কৃষক যদি বিক্রি না করতে পারে, তাহলে তার ফসল কে কিনবে?

২. কৃষিপণ্য বা অত্যাবশ্যকীয় পণ্যের দাম কী হবে? কৃষক যদি বেশি লাভ করতে চায় (যেটা স্বাভাবিক) তাহলে বহু ফোড়ের হাত ধরে বাজারে গিয়ে তার দাম কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে কী ভেবেছে সরকার? গরিবরা সেটা কিনতে পারবে?

৩. রেশনে ২ টাকা কিলো চাল কে দেবে? সরকার তাহলে কৃষকদের থেকে কিনে রেশনে কম দামে দেবে! একদিকে ভর্তুকি তোলার জন্য দৈনিক বায়নাক্কা, অন্যদিকে ভর্তুকি দেওয়ার রাস্তা তৈরি করা হচ্ছে তাই নয়, পরিমাণও বাড়াচ্ছে।

৪. কৃষিকে কর্পোটাইজেশন করাই কেন্দ্রের উদ্দেশ্য। দেশে যদি ১০ কোটি কৃষক থাকে তাহলে কতজন এই কর্পোরেটে যুক্ত হতে পারবেন? প্রত্যেক বছর প্রতি রাজ্যে দেখা যায় কৃষকরা ফসলের দাম না পেয়ে ফসল পুড়িয়ে দিচ্ছেন, রাস্তায় ফেলে দিচ্ছেন কিংবা আত্মহত্যা করছেন। যদি বিক্রি করার জায়গা থাকতো তাহলে তো আগেও বিক্রি করা যেত। তাহলে তখন যখন হয়নি, এখন হবে কোন মন্ত্রবলে? শুধু ঘোষণা করে দিলেই হলো?

৫. কয়েক কোটি কৃষক মূলত ঋণের দেনায় ডুবে আছেন। তাঁদের জন্য কোন মনেটোরিয়াম দেওয়া হবে? কে তাদের পাশে দাঁড়াবে?

৬. লোকাল থেকে ভোকাল। ফের একটা আপ্তবাক্যের স্লোগান বিগত তিন দিন ধরে শোনানো হচ্ছে। যদি নিজেদের ব্র‍্যান্ড তৈরি করতে হয় তাহলে এয়ার ইন্ডিয়া ব্র‍্যান্ড দিয়েই বোধহয় শুরু করা উচিত ছিল। সেটাই সরকার চালাতে পারে না। মুখ থুবড়ে পড়ে। বেচে দেয়। গ্লোবাল টেন্ডার দেয়। মানুষ চাকরি হারায়। তারপর এই লোকাল থেকে ভোকাল বা ব্র‍্যান্ডিং ব্যাপারটা সোনার পাথরবাটি ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। এর আগে গত বাজেটের আগেই ১০টা সরকারি সংস্থা বেচার সিদ্ধান্ত হয়। যেগুলোর মধ্যে কয়েকটি আবার লাভজনক। তারপর লোকাল ব্র‍্যান্ড ব্যাপারটা খাটে? খাদিতে মোদিজির ক্রেডিট নয়, সেলাম ঠুকতে হলে নেহরুকে ঠোকো।

৭. এই সরকারের লক্ষ্যই হলো পুরনো যা কিছু বদলে ফেল। যোজনা পর্ষদ বদলে দিয়ে দুম করে নীতি আয়োগ হলো। কিন্তু তাতে ভারতের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন তো হয়নি, নিচের দিকে গড়িয়েছে। কোভিডের আগে অর্থনৈতিক বৃদ্ধি ২% নেমে আসার কথা বলেছিলেন। আর এখন তো অনুমাণ ০%-এর নিচে নামবে। তাহলে এসব বিপ্লবের ফলটা বোঝাই যাচ্ছে।

অত্যাবশ্যকীয় পণ্য ব্যাপারটা এই কোভিডের বাজারে তুলে দেওয়া আসলে সঙ্কটের সময়ে ফয়দা তোলা সুযোগ নেওয়া। কোথায় মানুষের হাতে সরকার কাঁচা টাকা দেবে, তা না করে নীতিগত সিদ্ধান্ত নিয়ে দেশকে কোন জাহান্নমে ঠেলছে তা আগামী দিনেই বোঝা যাবে।

Related articles

তলানিতে নারী নিরাপত্তা! দিল্লিতে স্টেশনের কাছে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার

বিজেপিশাসিত রাজ্য। কেন্দ্রের অধীন আইনশৃঙ্খলা। আর সেখানে তলানিতে নারী নিরাপত্তা। উত্তর-পশ্চিম দিল্লির (Delhi) আদর্শ নগর রেলস্টেশনের কাছে উদ্ধার...

নাগেরবাজারে গাছে ঝুলন্ত দেহ! SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের

ফের SIR আতঙ্কে মৃত্যু! এবার দমদমে SIR আতঙ্কে মৃতের নাম বৈদ্যনাথ হাজরা । দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার...

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি লুকে ম্যাথাউজ, কলকাতার ক্রীড়াপ্রেমে মুগ্ধ জার্মান কিংবদন্তি

একদিনের ঝটিকা সফরে কলিকাতা এসেছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। রবিবার সারাদিন ঠাসা কর্মসূচি ছিল জার্মানির বিশ্বকাপ...

দার্জিলিং-এ কেন্দ্রের ‘হস্তক্ষেপ’: তীব্র প্রতিবাদ জানিয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর

রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার জন্য  ‘ইন্টারলোকিউটর’ বা মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে সংঘাত চরমে উঠল।...
Exit mobile version