Wednesday, August 27, 2025

হাসপাতাল বা সরকারি আইসোলেশন সেন্টারে থাকা রোগী বা সন্দেহভাজনদের বর্জ্য বা হোম কোয়ারান্টাইনের বর্জ্য কী ভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনায় পদক্ষেপ করতে হবে, তা নিয়ে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা আছে৷ কিন্তু হোম কোয়ারান্টাইনের চিকিৎসা- বর্জ্য ও অন্যান্য বর্জ্য সঠিক ভাবে সংগ্রহ করা হচ্ছে না। সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে৷

হোম-কোয়ারান্টাইনের বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় উপযুক্ত সতর্কতা ও ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে মামলা হলো জাতীয় পরিবেশ আদালতে। পরিবেশবিদ সুভাষ দত্ত পরিবেশ আদালতে এই বিষয়টি উল্লেখ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। তিনি বলেছেন,
হোম কোয়ারান্টাইনের বর্জ্য নিয়ে আরও সতর্কতা দরকার। প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ করতে হবে৷
হোম কোয়ারান্টাইনে থাকা মানুষদের বর্জ্য সংগ্রহ বিজ্ঞানসম্মত ভাবে করার আর্জি জানিয়ে এর আগেই সুভাষ দত্ত চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্র এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে। প্রত্যেকের কাছেই অনুরোধ করেন, এখন বহু মানুষ বাইরে থেকে রাজ্যে ফিরছেন। তাঁদের বাধ্যতামূলক ভাবে হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। এদের অনেকেরই ব্যবহার করা মাস্ক, গ্লাভস-সহ অন্য চিকিৎসা-বর্জ্য যেন বিজ্ঞানসম্মত ভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা হয়৷ না-হলে যেখানে-সেখানে এসব বর্জ্য সামগ্রী পড়ে থাকলে তা থেকে সংক্রমণের আশঙ্কা থেকেই যাবে৷ প্রশাসনের যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেছেন, হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের অধিকাংশই করোনা-আক্রান্ত নন বা তাঁদের কোনও উপসর্গও নেই। তার মানেই যে তাঁরা সম্পূর্ণ নিরাপদ, এমনটাও নয়। বিশেষ করে এখন অনেক আক্রান্তেরই উপসর্গ না-থাকার বিষয়টা আরও দুশ্চিন্তার। এই পরিস্থিতিতে হোম কোয়ারান্টাইনের বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা দরকার।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version