‘আত্মনির্ভর ভারত’ আর্থিক প্যাকেজে তৃতীয় দফায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা :

উৎপাদন থেকে ফসল কেটে বিক্রি করা পর্যন্ত কৃষকদের নিশ্চয়তা দেওয়া হবে৷ ফসল কাটার সময় থেকেই কৃষকরা অনিশ্চয়তায় ভোগেন, তা দূর করা হবে৷ কৃষকদের ফসলের দামের নিশ্চয়তা দেওয়া হবে৷ এর ফলে কৃষকরা আরও শক্তিশালী হবেন৷ আন্তঃরাজ্য বিক্রিতেও অনুমতি দেবে কেন্দ্র৷ আন্তঃরাজ্য বাণিজ্য কেন্দ্রের আওতায়৷ শুধুমাত্র লাইসেন্সধারী এজেন্টদের কাছেই ফসল বিক্রি করতে হবে, সেই বিধি আর থাকছে না৷ কৃষক তাঁর ফসল যেখানে খুশি বিক্রি করতে পারেন৷