Monday, May 19, 2025

মালিকপক্ষ নির্ধারিত সময়ে পিএফ না দিলেও জরিমানা নয়, সিদ্ধান্ত ইপিএফও -র

Date:

মার্চ মাস থেকে জারি হয়েছে লকডাউন। এই অবস্থায় অনেক সংস্থা আর্থিক চাপের মুখে পড়েছে। ফলে বাধ্যতামূলক হলেও এই সব সংস্থার পক্ষে পিএফের টাকা জমা দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শুক্রবার বণিক সভা পিএইচডিসিসিআই আয়োজিত ওয়েবিনারে কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড কমিশনার সুনীল বার্থওয়াল বলেন, মালিকপক্ষ লকডাউনের মধ্যে পিএফ -এর টাকা দিতে দেরি করলে জরিমানা করা হবে না।

ইপিএফ স্কিম ১৯৫২ অনুসারে মালিকপক্ষ বাধ্যতামূলক এই পিএফের টাকা সময় মতো জমা না দিলে তার উপর জরিমানা কার্যকর হতো। কর্তৃপক্ষকে প্রতি মাসের এই বাবদ টাকা পরের মাসের ১৫ তারিখের মধ্যে জমা দিতে হয়। তবে এক্ষেত্রে অতিরিক্ত ১০ দিন সময় দেওয়া হতো। শ্রম মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, এই সংকটের মধ্যে অনেক সংস্থা টাকা জমা করতে পারছে না। সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে না পারলেও জরিমানা করা হবে না। এই নির্দেশিকা পাঠানো হয়েছে ইপিএফও-র ফিল্ড অফিসগুলিতেও। এর ফলে ৬.৫ লক্ষ ইপিএফের আওতায় থাকা সংস্থার ‌সুবিধা হবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন বেসরকারি ক্ষেত্রে ইপিএফে ১২ শতাংশের বদলে ১০ শতাংশ হারে কাটা হবে। আগামী তিন মাস ইপিএফের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে সরকারি ক্ষেত্রে ১২ শতাংশ পিএফ কাটা হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version