Friday, December 5, 2025

করোনা পরীক্ষায় আইসিএমআর-এর বিধিকে উপেক্ষা, অভিযোগ সিপিআইএম বিধায়কের

Date:

Share post:

দুই বৃদ্ধের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার দুদিনের মধ্যে নেগেটিভ এসেছে। জানিয়েছিল দুর্গাপুর মহকুমা প্রশাসন। নমুনা সংগ্রহ এবং পরীক্ষার সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। রিপোর্ট নেগেটিভ আসতেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠানো হয় এবার এই নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় ও আইসিএমআর-এর কাছে চিঠি দেওয়ার কথা জানালেন দুর্গাপুর পূর্বের সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায়।

ঘটনা কী?

দুর্গাপুরের গান্ধী মোড়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই দুই বৃদ্ধ। গত ৭ মে নমুনা সংগ্রহ করা হয়। কলকাতায় পরীক্ষা করার পর ১০ মে দু’জনের রিপোর্ট ‘পজ়িটিভ’ আসে। তাঁদের দু’জনকে মলানদিঘির ‘কোভিড-হাসপাতালে’ স্থানান্তর করা হয়। এরপর ফের তাঁদের নমুনা সংগ্রহ করে ওই হাসপাতালের ও আরজি কর হাসপাতালে পরীক্ষা করানো হয়। ১২ ও ১৩ মে যথাক্রমে কোভিড হাসপাতাল ও আরজি করের রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। ১২ মে তাঁদের ফেরত পাঠানো হয় গাঁধী মোড়ের বেসরকারি হাসপাতালে। প্রশাসনের পক্ষ থেকে প্রথম রিপোর্ট ‘ফলস রিপোর্ট’ ঘোষণা করে। ১৩ মে কোয়ারেন্টাইনে থাকা দুজনের পরিবারের ২১ জনকে বাড়ি পাঠানো হয়।

সিপিআইএম বিধায়ক সন্তোষ দেবরায় গোটা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, আইসিএমআর-এর বিধি অনুযায়ী, “দু’টি পরীক্ষার মধ্যে সাত দিনের ব্যবধান রাখতে হয়। প্রথম পরীক্ষায় ‘পজ়িটিভ’ এলে ও দ্বিতীয় পরীক্ষায় ‘নেগেটিভ’ এলে ৪৮ ঘণ্টা পরে ফের নমুনা পরীক্ষা করাই নিয়ম।” বিধায়কের অভিযোগ, এক্ষেত্রে সেই বিধি মানা হয়নি। অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। তিনি বলেন, “বিধি এবং নির্দেশিকা মেনে সব পদক্ষেপ করা হয়েছে।”

spot_img

Related articles

Indigo-র ১০০০ বিমান বাতিল! বিমানবন্দরে আতান্তরে যাত্রীরা

বিমান বাতিলের (Flight Cancelled) রেকর্ড গড়ল দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো (Indigo)। গত ৩-৪ দিনে বিমান বাতিল...

‘বন্ধু’ পুতিনকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপহার মোদির, সফরে বিশেষ নজর ভারত-রুশ জ্বালানি সম্পর্কে

দুদিনের সফরে ভারতে পা রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার সন্ধেয় প্রোটোকল ভেঙে তাঁকে বিমানবন্দরে গিয়ে...

বড়ে বড়ে দেশো মে… DDLJ-র ৩০ বছর পূর্তিতে লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন

'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'- শাহরুখ খান- কাজল অভিনীত অত্যন্ত জনপ্রিয় এই বলিউডি ফিল্মের (Bolliwood Film) এবার মুক্তির ৩০...

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...