Thursday, November 13, 2025

করোনার জেরে বন্ধ টলিপাড়ার শুটিং। বাংলা ছবি থেকে ধারাবাহিক ফ্লোর বন্ধ, শুটিং স্থগিত করা হয়েছে। যার জেরে শিল্পী থেকে কলাকুশলী সকলেরই রোজগারের পথ বন্ধ। এরই মধ্যে কালার্স বাংলা চ্যানেলের চারটি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে। যার জেরে ক্ষোভে ফুঁসছেন কলাকুশলীরা।

প্রায় দু মাস হল শুটিং বন্ধ। মঙ্গলবার দুপুরে কালার্স বাংলার এই খবর প্রথম সামনে আসে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। চলতি চারটি ধারাবাহিক ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ এবং ‘চিরদিনই আমি যে তোমার’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। পরিবর্তে ওই চ্যানেল সংস্থার অন্য ধারাবাহিক ডাব করে বাংলায় দেখানোর কথা হয়েছে বলেও শোনা যাচ্ছে।

যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। একাংশের ধারণা, করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত। লকডাউন চলায় প্রায় সব বিনোদন চ্যানেলে মূলত পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলছে। সংশ্লিষ্ট চ্যানেলে, ডাবিং করা সিরিয়াল আগে থেকেই চলে। জানা গিয়েছে, ওই চ্যানেলের সঙ্গে এই সব ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সরাসরি কোনও চুক্তি নেই। প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ তাঁরা।

অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে শুধু অভিনেতা-অভিনেত্রী বা টেকনিশিয়ানদের রুজির প্রশ্ন নয়। যারা পোস্ট প্রোডাকশন দেখে, যারা ফ্লোরে খাবার, আসবাবপত্র জোগান দেয় তাঁদেরও ক্ষতি। চ্যানেলের এই সিদ্ধান্ত এতগুলো মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিল।”

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version