Tuesday, May 6, 2025

করোনার জেরে বন্ধ টলিপাড়ার শুটিং। বাংলা ছবি থেকে ধারাবাহিক ফ্লোর বন্ধ, শুটিং স্থগিত করা হয়েছে। যার জেরে শিল্পী থেকে কলাকুশলী সকলেরই রোজগারের পথ বন্ধ। এরই মধ্যে কালার্স বাংলা চ্যানেলের চারটি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে। যার জেরে ক্ষোভে ফুঁসছেন কলাকুশলীরা।

প্রায় দু মাস হল শুটিং বন্ধ। মঙ্গলবার দুপুরে কালার্স বাংলার এই খবর প্রথম সামনে আসে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। চলতি চারটি ধারাবাহিক ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ এবং ‘চিরদিনই আমি যে তোমার’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। পরিবর্তে ওই চ্যানেল সংস্থার অন্য ধারাবাহিক ডাব করে বাংলায় দেখানোর কথা হয়েছে বলেও শোনা যাচ্ছে।

যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। একাংশের ধারণা, করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত। লকডাউন চলায় প্রায় সব বিনোদন চ্যানেলে মূলত পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলছে। সংশ্লিষ্ট চ্যানেলে, ডাবিং করা সিরিয়াল আগে থেকেই চলে। জানা গিয়েছে, ওই চ্যানেলের সঙ্গে এই সব ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সরাসরি কোনও চুক্তি নেই। প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ তাঁরা।

অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে শুধু অভিনেতা-অভিনেত্রী বা টেকনিশিয়ানদের রুজির প্রশ্ন নয়। যারা পোস্ট প্রোডাকশন দেখে, যারা ফ্লোরে খাবার, আসবাবপত্র জোগান দেয় তাঁদেরও ক্ষতি। চ্যানেলের এই সিদ্ধান্ত এতগুলো মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিল।”

Related articles

ভারতীয় ফুটবলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন মানোলো মার্কুয়েজ

এবার কী ভারতীয় ফুটবল(Indian Football Team) দলের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। হঠাত্ই এমন একটা গুঞ্জন...

আইন-শৃঙ্খলায় জোর: ফরাক্কা-ধুলিয়ান-সুতি নিয়ে নয়া মহকুমার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইন-শৃঙ্খলায় জোর। ফরাক্কা (Farakka), ধুলিয়ান, সুতি নিয়ে নতুন মহকুমা তৈরি হবে। মঙ্গলবার সুতি-তে ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন...

কানাডায় প্রকাশ্যে মোদি-শাহর কুশপুতুল দাহ! কড়া বার্তা বিদেশমন্ত্রকের

কানাডায় খালিস্তানপন্থীদের ভারত-বিরোধী মিছিলের তীব্র নিন্দা বিশ্বের কোণায় কোণায়। টরন্টোয় (Toronto) খালিস্তানিপন্থীদের মিছিলে ট্রাকে ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও...

কাশ্মীরে শহিদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি, হিংসায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর

কাশ্মীরে শহিদ তেহট্টের জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারে পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জঙ্গিদের লড়াইয়ে শহিদ হয়েছিলেন...
Exit mobile version