Tuesday, May 6, 2025

শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড গঠন নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে রাজ্য সরকার, বিস্ফোরক মেয়র

Date:

Share post:

করোনার জেরে পুরভোট স্থগিত হয়ে যাওয়ায় কলকাতা-সহ রাজ্যের ৯৩টি পুরসভা বা কর্পোরেশনে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতা পুরসভায় প্রশাসক মণ্ডলী গঠন করেছে রাজ্যে। যার মাথায় বসানো হয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। পাশাপাশি, জেলার পুরসভাগুলির বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট পুরসভাগুলির চেয়ারম্যানকেই প্রশাসক বোর্ডের শীর্ষে বসানো হচ্ছে।

একইভাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভায় প্রশাসক বোর্ড গঠন করছে রাজ্য। সেই বোর্ডের চেয়ারম্যান করা হচ্ছে মেয়র অশোক ভট্টাচার্যকে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এ ক্ষেত্রে রাজ্য সরকারের “দ্বিচারিতার” অভিযোগ তুলেছেন মেয়র অশোক ভট্টাচার্য নিজেই।

রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে শিলিগুড়ির মেয়র বলেন, “শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়াদ আগামী ২৭মে, ২০২০ শেষ হচ্ছে। তাই রাজ্য সরকারের নগর উন্নয়ন এবং পৌর দফতরের পক্ষ থেকে প্রকাশিত একটি নির্দেশনামায় দেখতে পেলাম, করোনা ভাইরাসের জন্য যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা যায়নি, সেহেতু শিলিগুড়ি পৌর কর্পোরেশনে প্রশাসক মন্ডলী বসানো হচ্ছে। এই বিজ্ঞপ্তিতে দেখলাম, আমাকে চেয়ারম্যান করা হয়েছে এবং আমার আরও ৬ জন বর্তমান পৌরবোর্ডের মেয়র পরিষদ সদস্যদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য করা হয়েছে। কিন্তু এর সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাঁচজন কাউন্সিলরকে এই প্রশাসক মন্ডলীর সদস্য করা হয়েছে।

অথচ কলকাতা-সহ বিভিন্ন পৌরসভায় যে প্রশাসক মন্ডলীগুলি এখনও পর্যন্ত বসানো হয়েছে, সেখানে কোথাও বিরোধী দলের কাউকে রাখা হয়নি। তাহলে শিলিগুড়ির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত? রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক-অনৈতিক এবং শিলিগুড়ির মানুষের প্রতি অমর্যাদাকর এবং অপমান কর।

আবার প্রমাণিত হলো শিলিগুড়ির প্রতি এই সরকার কতটা প্রতিহিংসাপরায়ন। তাদের কাছে করোনা ভাইরাস মোকাবিলা আসলে অগ্রাধিকার নয়, তাদের মূল বিষয় এই অজুহাতে এক সংকীর্ণ দলীয় রাজনীতি করা।

আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি এবং তা প্রত্যাখ্যান করছি। দাবি করছি, এই নির্দেশনামা বাতিল করে সারা রাজ্যের অন্য পৌর কর্পোরেশন, পৌরসভাতে যে ধরনের প্রশাসক মন্ডলী বসানো হয়েছে এই ক্ষেত্রেও তা অনুসরণ করা হোক।

আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, যে তৃণমূল কংগ্রেস দল ও তার কাউন্সিলররা যারা গত পাঁচবছর ধরে শিলিগুড়ির উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে গেছেন, তাদেরকে প্রশাসক মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ অন্য পৌরসভাগুলিতে বিরোধীদেরকে কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি।

তাই আমার প্রশ্ন, শিলিগুড়ি কি রাজ্যের বাইরে এবং এখানকার নাগরিকরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক ?”

spot_img

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...