পারিবারিক বচসার জেরে মৃত্যু হল দুই ভাইয়ের। উত্তর 24 পরগনার আমড়াঙা থানার তেঁতুলিয়ায় শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সুমন্ত মণ্ডল ও অরূপ মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এলোপাথারি বোমা ও গুলি চলতে থাকে। তাতেই গুলিবিদ্ধ হন সুমন্ত ও অরূপ। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের বারাসত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
