ভিন জেলা থেকে আসা শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ালো বারাসত থানার পুলিশ। খড়গপুর থেকে হেঁটে আসা ২২ জন পরিযায়ী শ্রমিককে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থেকে হেঁটে যাওয়ার সময় আটকায় বারাসত থানার কর্মরত পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা প্রত্যেকে উত্তর দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা। বারাসত থানার পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। খাওয়ার পর তাঁদেরকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রত্যেকে যাতে বাড়ি ফিরতে পারে সেইমতো বাসের ব্যবস্থা করে দেওয়া হয়।
