Wednesday, November 12, 2025

প্রতি লিটারে ১২ টাকা কমেছে কেরোসিনের দাম, বেড়েছে জটও

Date:

করোনা পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা কমেছে। বিশ্বজুড়েই এই চিত্র। ফলে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য কমেছে। কেন্দ্রীয় সরকার কেরোসিনের দাম লিটার প্রতি প্রায় ১২ টাকা কমিয়েছে। কিন্তু এপ্রিল মাসের বরাদ্দ কেরোসিন বন্টন এখনও সম্পূর্ণ হয়নি। যার জেরে সমস্যায় পড়েছেন ডিলাররা।

দেশজুড়ে লকডাউন চলায় এপ্রিল মাসে বরাদ্দ কেরোসিন অনেকেই নেননি। যা জমা আছে ডিলারদের কাছে। এখন সমস্যা হলো অনেকেই নতুন দামে কিনতে চাইছেন কেরোসিন। পূর্ব মেদিনীপুরে প্রায় ৭০০ কেরোসিন ডিলারের বেশিরভাগই সমস্যায় পড়েছেন। সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে গোলমাল বেঁধে যাচ্ছে। সমস্যার সমাধান চেয়ে ডিলার সংগঠন জেলা খাদ্য দফতরের দ্বারস্থ হয়েছে।

খাদ্য দফতর ও ডিলার সংগঠন সূত্রে খবর, সরকারিভাবে বরাদ্দ কেরোসিন আগে গড়ে ৩০ টাকা দামে বিক্রি করা হত। এই দাম ছিল এপ্রিল পর্যন্ত। মে মাসে কেরোসিনের দাম লিটার প্রতি কমে হয়েছে ১৮ টাকা। কেরোসিন ডিলারদের বক্তব্য, এপ্রিল মাসের বরাদ্দ কেরোসিন বণ্টন হয়নি। তার আগেই মে মাসের কেরোসিনের দাম কমানোর ঘোষণা হয়েছে। বাসিন্দারা এসে নতুন দামে কেরোসিন চাইছেন। এ নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে।

ওয়েস্ট বেঙ্গল কেরোসিন ডিলার সংগঠনের জেলা উপদেষ্টা কমিটির সদস্য মাধব পাঁজা বলেন, ‘‘লকডাউনের ফলে এপ্রিলে যে কেরোসিন বরাদ্দ করা হয়েছিল তার বন্টনের কাজ শেষ হয়নি। এদিকে এক ধাক্কায় কেরোসিনের দাম অনেকটা কমেছে। বাসিন্দারা এখন নতুন দামে কেরোসিন চাইছেন। মজুত থাকা কেরোসিন বন্টন নিয়ে সমস্যায় পড়েছেন ডিলাররা।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version