এটা বিরাট কোহলির মুম্বইয়ের ফ্ল্যাটের ছাদ। ছাদ তো নয় যেন ক্রিকেট গ্রাউন্ড। ফ্ল্যাটবন্দি বিরাট কিন্তু বসে থাকতে নারাজ। জিমে বেশি সময় দিচ্ছেন। নইলে ছাদে চলে যাচ্ছেন। ঘাসে ঢাকা মাঠে গা ঘামাচ্ছেন। আবার মাঝে মাঝে অনুষ্কাকে নিয়ে ক্রিকেট খেলছেন। পৃথিবী সেরা ব্যাটসম্যান তৈরি হচ্ছেন আগামী লড়াইয়ের জন্য।
