Wednesday, January 14, 2026

আমফান আপডেট: শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তের গতিবেগ ২৫০ থেকে ২৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে!

Date:

Share post:

চরম শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এটি সুপার সাইক্লোনে পরিণত হবে। এর নিজস্ব ঘূর্ণাবর্তের গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে যাবে। মধ্য বঙ্গোপসাগর এর নিজস্ব ঘূর্ণাবর্তের গতিবেগ ২৫০ থেকে ২৬০ কিমি পর্যন্ত হতে পারে।

দীঘা থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণ খেপুপাড়া থেকে ১০৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলা তো বটেই, নদিয়া-মুর্শিদাবাদে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে।
মঙ্গলবার কলকাতা-সহ ৭ জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি। সঙ্গে ৪৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সন্ধের দিকে এই ঝড়ের গতিবেগ আরও বাড়াবে।

২০মে বুধবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব-পশ্চিম মেদিনীপুরে ২০০মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। বুধবার ভোররাতে ঝড়ের গতিবেগ ১০০কিলোমিটারে পৌঁছাবে। তারপর বেলা যত বাড়বে, ঝড়ের গতিবেগ ক্রমশ বাড়বে।

পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় ঝড়ের গতিবেগ ১২০ থেকে ১৪০ কিলোমিটার হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়া ১৫৫ কিলোমিটার গতিবেগ হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বুধবার দুপুরের পর থেকে ঝড়ের গতিবেগ বেড়ে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার দমকা হাওয়া বইবে। কোথাও গতিবেগ ১৮৫ কিলোমিটার পৌঁছতে পারে।

বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সঙ্গে নদীয়া-মুর্শিদাবাদে। বুধবার উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। সিকিমেও ভারী বৃষ্টি হতে পারে।

পাশাপাশি, জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্রের জলোচ্ছ্বাস ২০ তারিখ অর্থাৎ বুধবারে পৌঁছতে পারে ১২ থেকে ১৬ ফুটে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরে এই জলোচ্ছ্বাস ৮ থেকে ১২ ফুট পর্যন্ত হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

spot_img

Related articles

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...