সরকারের বিরুদ্ধে সরব হওয়ার ‘ অপরাধে ‘ বেধড়ক মার খেলেন চিকিৎসক

সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তার মাসুল দিতে গিয়ে বেধড়ক মার খেতে হলো চিকিৎসককে। অভিযোগ, সরকারের বিরুদ্ধে মুখ খোলার অপরাধে বিশাখাপত্তনমে চিকিৎসক সুধাকরকে রাস্তায় হিঁচড়ে মারধর করে পুলিশ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। চিকিৎসককে মারধরের ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, বিশাখাপত্তনমের নরসিপত্তনম হাসপাতালের চিকিৎসক ডাঃ কে সুধাকর।চিকিৎসকদের জন্য পর্যাপ্ত পিপিই না থাকা নিয়ে অভিযোগ তুলেছিলেন সরকারের বিরুদ্ধে। পিপিই না পেলে চিকিৎসকরা সংক্রমণের শিকার হবে বলে জানিয়েছিলেন তিনি। চিকিৎসক আশঙ্কা প্রকাশ করেছিলেন, এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে।

এই ভিডিও সামনে আসতেই, দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধেও সরব হয়েছে বিরোধী দলগুলি। এ বিষয়ে পুলিশের পাল্টা অভিযোগ, ওই চিকিৎসক মদ্যপান করে অশালীন অঙ্গভঙ্গী করছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উদ্দেশে চিকিৎসক বলছেন সরকারের হয়ে কাজ করেন পুলিশরা। বিশাখাপত্তনমের পুলিশ সুপার আরকে মিনা জানান, তদন্ত শুরু হয়েছে। তবে ওই চিকিৎসক মানসিকভাবে বিপর্যস্ত।

দেখুন সেই ভাইরাল ভিডিও…

Previous articleসংক্রমণের নিরিখে এলাকাভিত্তিক জোন ভাগ করতে পারবে রাজ্য, নির্দেশ কেন্দ্রের
Next articleকন্টেইনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করলেন মুখ্যমন্ত্রী