Wednesday, November 12, 2025

ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় তৎপর প্রশাসন। কীভাবে আমফানের মোকাবিলা করা যায় তা নিয়ে বৈঠক করলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের মহকুমা শাসকের দফতরে দুই বিধায়ক, পুলিস সুপার ও প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি।

মন্টুরাম পাখিরা বলেন, সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, মত্‍স্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। উপকূল রক্ষী বাহিনী ও বিপর্যয় মোকাবিলা টিমকে রাখা হবে।

ইতিমধ্যেই আমফান নিয়ে সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল হবে। প্রবল ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দিঘা, মন্দারমনি, তাজপুর, শঙ্করপুরের মত পর্যটন কেন্দ্রে বাড়তি নজরদারি। মাইকিং করেছেন দিঘা থানা, দিঘা মোহনা থানা ও মন্দারমনি কোস্টাল থানার কর্মীরা। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় প্রস্তুতি ওড়িশায় চলছে। সৈকতে চলছে মাইকিং। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে নেমেছে এনডিআরএফের দল। পুরী, ভুবনেশ্বর, জাজপুর, ময়ুরভঞ্জ সহ একাধিক জায়গায় মোতায়েন এনডিআরএফের ১০টি টিম।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version