Friday, August 22, 2025

ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের রক্তাক্ত করল গুজরাত সরকার

Date:

অমানবিক দুই বিজেপি সরকার। কেন্দ্রের বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করেছে। আজ তাদেরই সরকারের কীর্তি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ঘটনা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে।

সেখানকার পরিযায়ী শ্রমিকদের একটাই অপরাধ, তাঁরা গত দু’মাস ধরে সরকারকে বারবার অনুরোধ করেছেন, কার্যত পায়ে পড়েছেন বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। নিজের রাজ্যে তাঁরা ফিরতে চান। কিন্তু কোনও কিছুতেই হুঁশ ফেরেনি বিজয় রূপানির সরকারের। খাবার নেই, জল নেই, বাসস্থান নেই, হাতে টাকাও নেই। এই অবস্থা নিরুপায় শ্রমিকরা সোমবার আমেদাবাদের রাস্তায় নেমে আসেন। অবরোধ করেন। আর সেই অবরোধ রাস্তা থেকে তুলে দিতে এই লকডাউনের মাঝেও অমানবিক গুজরাত পুলিশ। চলল লাঠি, এলোপাথাড়ি মার, মুখ ফেটে বেরোল রক্ত, ভাঙল হাত-পা। এখানেই শেষ নয়, তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হল থানায়। প্রশ্ন হচ্ছে, যে বিজেপি সরকার বলছে তাদের কাছে প্রচুর ট্রেন রয়েছে ফেরানোর জন্য, সেই ট্রেন কেন এই শ্রমিকদের ফেরাতে পারলো না সবাইকে! খাতায়-কলমে জাগলারি চলছে, আর দিনের শেষে ট্যুইটে দেশের জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত? রেলমন্ত্রী পীযূষ গোয়েল পশ্চিমবঙ্গের কোনও বিষয় হলে বন্ধু চ্যানেলে বক্তব্য রাখতে বসে যান, ট্যুইটের পর ট্যুইট করেন। এখন তাঁরা কোথায়? কোথায় ট্যুইট মাস্টার বাবুল সুপ্রিয়? এই শ্রমিকদের রক্তাক্ত করে আর যাই হোক শ্রমিক দরদী কোনও কথা গুজরাত সরকার বা বিজেপি সরকারের মুখে সাজে না।

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...
Exit mobile version