Sunday, November 9, 2025

ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের রক্তাক্ত করল গুজরাত সরকার

Date:

অমানবিক দুই বিজেপি সরকার। কেন্দ্রের বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বারবার পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করেছে। আজ তাদেরই সরকারের কীর্তি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। ঘটনা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে।

সেখানকার পরিযায়ী শ্রমিকদের একটাই অপরাধ, তাঁরা গত দু’মাস ধরে সরকারকে বারবার অনুরোধ করেছেন, কার্যত পায়ে পড়েছেন বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য। নিজের রাজ্যে তাঁরা ফিরতে চান। কিন্তু কোনও কিছুতেই হুঁশ ফেরেনি বিজয় রূপানির সরকারের। খাবার নেই, জল নেই, বাসস্থান নেই, হাতে টাকাও নেই। এই অবস্থা নিরুপায় শ্রমিকরা সোমবার আমেদাবাদের রাস্তায় নেমে আসেন। অবরোধ করেন। আর সেই অবরোধ রাস্তা থেকে তুলে দিতে এই লকডাউনের মাঝেও অমানবিক গুজরাত পুলিশ। চলল লাঠি, এলোপাথাড়ি মার, মুখ ফেটে বেরোল রক্ত, ভাঙল হাত-পা। এখানেই শেষ নয়, তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হল থানায়। প্রশ্ন হচ্ছে, যে বিজেপি সরকার বলছে তাদের কাছে প্রচুর ট্রেন রয়েছে ফেরানোর জন্য, সেই ট্রেন কেন এই শ্রমিকদের ফেরাতে পারলো না সবাইকে! খাতায়-কলমে জাগলারি চলছে, আর দিনের শেষে ট্যুইটে দেশের জনগণকে বিভ্রান্ত করার চক্রান্ত? রেলমন্ত্রী পীযূষ গোয়েল পশ্চিমবঙ্গের কোনও বিষয় হলে বন্ধু চ্যানেলে বক্তব্য রাখতে বসে যান, ট্যুইটের পর ট্যুইট করেন। এখন তাঁরা কোথায়? কোথায় ট্যুইট মাস্টার বাবুল সুপ্রিয়? এই শ্রমিকদের রক্তাক্ত করে আর যাই হোক শ্রমিক দরদী কোনও কথা গুজরাত সরকার বা বিজেপি সরকারের মুখে সাজে না।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version