Friday, July 4, 2025

করোনার জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, প্রথম সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী পরীক্ষা হতে পারে ২৫ জুন, ২৭ জুন, ২৯ জুন। দ্বিতীয় সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী পরীক্ষা হতে পারে ২ জুলাই, ৪ জুলাই, ৬ জুলাই। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সংসদ। দুই সম্ভাব্য নির্ঘণ্ট নিয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই চূড়ান্ত পরীক্ষাসূচি প্রকাশ করবে সংসদ।

করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। যার মধ্যে রয়েছে ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক,ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলি।

এদিন এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলেই নয়, প্রতিটা শ্রেণীকক্ষের বাইরে স্যানিটাইজার রাখতে হবে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষা কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক করতে হবে।” তিনি আরও বলেন, “আমার ধারণা কমার্সের ৬০ হাজার পরীক্ষার্থী এবং ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ পরীক্ষার্থী আছে।” উচ্চ মাধ্যমিকের জন্য নয়া ফর্মুলা তৈরি করা হয়েছে বলে তিনি জানান। এত সংখ্যক পরীক্ষার্থীর জন্য যতগুলি স্কুল প্রয়োজন তার দ্বিগুণ স্কুলের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষা নিতে রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত বলেও জানান শিক্ষামন্ত্রী।

Related articles

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং...

মজা করতে ৪ বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট? পদ্মনেতা খুনে আদালতে ভর্ৎসিত CBI!

২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) বিজেপি নেতা খুনের অভিযোগে শুরু হওয়ার তদন্তের সাপ্লিমেন্টারি চার্জশিট...

বিজেপি মানেই ডবল ভণ্ডামি! মহারাষ্ট্র-রাজস্থানে প্রাণ হাতে নিয়ে নদী পারাপার খুদে-বয়স্কদের

ডিজিটাল ইন্ডিয়ার বিজেপি শাসিত মহারাষ্ট্র এবং রাজস্থানে খুদে পড়ুয়া থেকে বয়স্করা জীবন হাতে নিয়ে নদী পারাপার করছে। কী...

উত্তরবঙ্গের প্লাবন-সমস্যা মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা সেচ দফতরের

ভূটান থেকে প্রবাহিত নদীগুলির জলে উত্তরবঙ্গের প্লাবন-সমস্যার মেটাতে ডুয়ার্সের একাধিক নদীতে ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছে রাজ্যের সেচ দফতর (Irrigation...
Exit mobile version