Saturday, November 15, 2025

করোনার জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর, প্রথম সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী পরীক্ষা হতে পারে ২৫ জুন, ২৭ জুন, ২৯ জুন। দ্বিতীয় সম্ভাব্য নির্ঘণ্ট অনুযায়ী পরীক্ষা হতে পারে ২ জুলাই, ৪ জুলাই, ৬ জুলাই। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সংসদ। দুই সম্ভাব্য নির্ঘণ্ট নিয়ে আলোচনা চলছে। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই চূড়ান্ত পরীক্ষাসূচি প্রকাশ করবে সংসদ।

করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। যার মধ্যে রয়েছে ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক,ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলি।

এদিন এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা বলেই নয়, প্রতিটা শ্রেণীকক্ষের বাইরে স্যানিটাইজার রাখতে হবে। পড়ুয়া, শিক্ষক, শিক্ষা কর্মীদের বাধ্যতামূলকভাবে মাস্ক করতে হবে।” তিনি আরও বলেন, “আমার ধারণা কমার্সের ৬০ হাজার পরীক্ষার্থী এবং ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে এক থেকে দেড় লক্ষ পরীক্ষার্থী আছে।” উচ্চ মাধ্যমিকের জন্য নয়া ফর্মুলা তৈরি করা হয়েছে বলে তিনি জানান। এত সংখ্যক পরীক্ষার্থীর জন্য যতগুলি স্কুল প্রয়োজন তার দ্বিগুণ স্কুলের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষা নিতে রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত বলেও জানান শিক্ষামন্ত্রী।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version