Monday, August 25, 2025

আজ বাইক নিয়ে অফিসের কাজে ব্যান্ডেল যাচ্ছিলাম। দক্ষিনেশ্বর ব্রীজের পরে ট্রাফিক সিগন্যালে পৌঁছাতেই হাত তুললো পুলিশ অফিসার এ.এস.আই অমল কর্মকার।বয়স অনুমান পঞ্চাশোর্ধ। গাড়ির কাগজপত্র দেখতে চাইলো। প্যান্টের পিছনে হাত দিয়ে দেখি ভুল করে মানিব্যাগটাই আনা হয়নি (যদিও এমন ভুল আরো দু-একবার হয়েছে)…!!গাড়ির কাগজপত্র, ব্লুবুক, লাইসেন্স সবই থাকে মানিব্যাগে। যা বাবা!! এবার কি করি? পকেটে এক টাকাও নেই। অফিসারকে বুঝিয়ে বললাম। বাড়িতে ফোন করে পেপারসের পিকগুলো হোটাটসঅ্যাপে পাঠাতে বললাম। সফট্ কপিগুলো দেখেই পকেটে হাত দিয়ে দুটি দু’শ টাকা ও একটি একশো টাকার নোট বের করে আমার দিকে হাত বাড়িয়ে বললেন, “স্যার ভুল তো হতেই পারে। এই টাকাটা রাখুন। অনেক দুরে যাবেন। পথে কত সমস্যাইতো হতে পারে। আমার নাম অমল কর্মকার। বালি থানাতে কর্মরত আছি। মন চাইলে থানাতে এসে টাকাটা সুযোগ মতো দিয়ে যাবেন। না দিলেও আপত্তি নেই।” আমি অনেক্ষণ তাঁর মুখের দিকে হা তাকিয়ে রইলাম..!! ভাবলাম এ কোন বিপদে পড়তে যাচ্ছি? আমি বললাম, না স্যার দরকার নেই। আমি বাড়ি ফিরে যাচ্ছি। উনি বললেন,” ৫০০ টাকার জন্য অফিস ফাঁকি দিবেন? টাকাটা নিন না স্যার।” লজ্জা আর সংশয়ে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। একপ্রকার জোর করেই আমার পকেটে ঢুকিয়ে দিলেন টাকাগুলো। দেখতে পারছিনা কিন্তু মনে মনে ভাবছি, কারো কাছ থেকে ঘুষ বাবদ ৫০০ টাকা হয়তো নিয়েছিলো পরে জাল টাকা দেখে মানব সেবার নামে আমার উপর চাপানোর চেষ্টা করছেন। যা হোক, ফেরত দেবার শর্তে নিয়ে নিলাম। বাইক স্টার্ট দেবার সময় বললো, ” স্যার, বাড়ি থেকে বের হবার সময় গাড়ির কাগজপত্র গুলো মনে করে সংগে নিবেন।” ধন্যবাদের শতভাগ জ্ঞাপনপূর্বক দুর্গা, দুর্গা বলে কেটে পরলাম। দুই কিলোমিটার যাবার পর বাইক থামিয়ে দেখলাম টাকাটা জাল কি না। ঠিকই আছে মনে হলো। কনফার্ম হতে পাশের দোকান থেকে দু’শ টাকার একটি নোট ভাঙ্গিয়ে ১ লিটার কোল্ড ড্রিঙ্কস কিনলাম। খেয়ে দেখলাম এটাও ঠিক আছে। বাকি ৩০০ টাকা ভালো করে চেক করে দেখলাম এবং নিশ্চিত হলাম এবারের মতো অন্ততঃ ঠকিনি। ভাবছি আজ রাতের মধ্যেই অমল বাবুর টাকাটা ফেরত দিয়ে আসবো। ওঁনার প্রতি আমার হীনমন্যতার জন্য আমি লজ্জিত ও ক্ষমাপ্রার্থী। আমার প্রিয় পাঠক আপনার পরামর্শ চাচ্ছি শুধুই কি ৫০০ টাকা ফেরত দেব না কি সাথে আরো কিছু?

N.B: ASI Amal Karmokar, I think you are the great police officer. Salute you more & more. May God bless you.

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version