আয়লায় কলকাতায় ১১০ কিমি বেগে ঝড়, এবার গতি বাড়বে ক্ষতিও : জিসি দেবনাথ

0
1

আবহাওয়াবিদ গোপাল চন্দ্র দেবনাথ জানাচ্ছেন, সমুদ্রে ভাঁটার টান থাকার কারণে জলোচ্ছ্বাস আমফানে তুলনায় অনেকটা কম থাকবে। উপকূলের জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নিচু এলাকাগুলি অর্থাৎ কলকাতা, হুগলি, নদিয়ার মতো এলাকাগুলিতে গাছ, বিদ্যুতের তার, কিংবা মোবাইল টাওয়ারের ক্ষতিগ্রস্ত হতে পারে। জিসি দেবনাথ আরও জানান, আয়লার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা বলছে, সে সময় কলকাতার উপর দিয়ে ১১০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গিয়েছিল। তখন প্রায় ১২-১৫টি গাছ, বিদ্যুতের খুঁটি সহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার ঝড়ের গতিবেগ তার চাইতে বেশি থাকায় ক্ষতির পরিমাণ বাড়তেও পারে।