দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার, এই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সিদ্ধান্তও খারিজ করেছে হাই কোর্ট। ২০২১-এ কৃষ্ণনগর উত্তর কেন্দ্র ভোটে জিতেছিলেন মুকুল। মুকুলের পদ খারিজ হওয়ায় ওই আসন শূন্য হলেও এখনই উপনির্বাচন হবে না। কারণ, আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে।
বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়েছিলেন মুকুল। জিতে বিধায়ক হন। কিন্তু পরে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন। কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি। এই পরিস্থিতিতে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানায় বিজেপি। কিন্তু স্পিকার জানিয়ে দেন, বিজেপিতেই আছেন মুকুল। তাঁর পদ খারিজ করা যাবে না। এর পর মুকুলকে (Mukul Ray) পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যানও করা হয়। ওই পদে সাধারণত বিরোধীদলের বিধায়ককে নিয়োগ করা হয়।
আরও খবর: পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র
এর পরে দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। প্রথমে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করা হলে, তারা জানিয়েছিল কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করতে হবে। এর পর হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আবার পিএসি চেয়ারম্যান পদে কেন থাকবেন মুকুল- তা নিয়ে প্রশ্ন তুলে আলাদা মামলা করেন অম্বিকা রায়। হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির বেঞ্চে দু’টি মামলারই শুনানি হয়। বৃহস্পতিবার, আদালত রায় ঘোষণায় দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ করা হল।
–
–
–
–
–
–
–
