Friday, November 14, 2025

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির সংজ্ঞায় একদফা বদলের কথা গত সপ্তাহেই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ ফের বদলের পথে MSME বা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলির বিশেষ করে মাঝারি সংস্থার সংজ্ঞা৷ ফের সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

এ কথা জানিয়ে কেন্দ্রীয় MSME ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি৷ তিনি বলেছেন, ‘মাঝারি সংস্থার সংজ্ঞায় মূলধন লগ্নি এবং বার্ষিক পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ৫০ কোটি টাকা ও ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
অর্থমন্ত্রীর ইতিমধ্যেই ঘোষিত পরিবর্তিত সংজ্ঞা অনুযায়ী, ১ কোটি টাকা পর্যন্ত মূলধন লগ্নি এবং বছরে ৫ কোটি টাকা পর্যন্ত বিক্রি রয়েছে এমন সংস্থাগুলি অতিক্ষুদ্র বা মাইক্রো সংস্থা হিসাবে বিবেচিত হবে। মূলধন লগ্নি ১০ কোটি টাকা এবং বছরে ৫০ কোটি টাকা পর্যন্ত বিক্রি এমন সংস্থাগুলিকে ক্ষুদ্র বা স্মল সংস্থা গণ্য করা হবে। মাঝারি সংস্থার সংশোধিত সংজ্ঞায়, মূলধন লগ্নির পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা এবং বার্ষিক বিক্রির পরিমাণ ১০০ কোটি টাকা করা হয়।

গড়করি বলেছেন, ‘মাঝারি সংস্থার সংজ্ঞা আরও সংশোধন করে মূলধন লগ্নির সীমা বাড়িয়ে ৫০ কোটি টাকা এবং বার্ষিক বিক্রি বাড়িয়ে ২০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে শীঘ্রই নির্দেশিকা জারি হবে।’

Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version