কেন্দ্রকে বলছি, আর পলিটিক্যালি দেখবেন না, মানবিক ভাবে দেখুন: মমতা

“দক্ষিণবঙ্গ প্রায় ৯৯ শতাংশ শেষ হয়ে গিয়েছে৷ একদিনের মধ্যেই ৫ লক্ষ মানুষকে সরানো গিয়েছিলো, তাই মৃত্যু কিছুটা ঠেকানো গিয়েছে৷ কেন্দ্রের কাছে আবেদন থাকবে, পলিটিক্যালি দেখবেন না, মানবিক ভাবে দেখুন৷”

বুধবার রাতে আমফানের অভূতপূর্ব তাণ্ডবের পর রাতে নবান্নে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মুখ্যমন্ত্রী চরম আশাবাদী৷ বাংলার মানুষের উদ্দেশ্যে বলেছেন, “উই ক্যান ওভারকাম দ্য ডিজাস্টার, উইথ ইয়োর ব্লেসিংস অ্যান্ড উইথ ইওর সাপোর্ট৷
ধ্বংসের হাত থেকে উন্নয়নের পথে আবার সবাইকে শামিল করে একসঙ্গে কাজ করব৷”

Previous articleআমফানের তাণ্ডবে রাজ্যে 10 থেকে 12 জনের মৃত্যুর আশঙ্কা: মুখ্যমন্ত্রী
Next articleআমফানে কার্যত ধ্বংস দক্ষিণ ২৪ পরগনা, জানালেন মুখ্যমন্ত্রী নিজেই