হুগলির নদীর পাড়ের বাসিন্দাদের সরানো হল নিরাপদ স্থানে

আমফানের বিষয় সতর্ক হুগলি জেলা প্রশাসন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার হুগলিতে পড়বে আমফানের প্রভাব। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই হুগলির বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি ও ঝড়ো হওয়া। চুঁচুড়া চাঁদনিঘাট এলাকায় স্থানীয় পুর প্রতিনিধি ঝন্টু বিশ্বাসের উদ্যোগে গঙ্গার পাশে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Previous articleজীবনহানি এড়াতে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলুন, টুইটে আবেদন রাজ্যপালের
Next articleআমফান: নবান্নে কন্ট্রোলরুমে বসে নজর রাখছেন মুখ্যমন্ত্রী