আগামী ১লা জুন থেকে দ্বিতীয় দফায় যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হচ্ছে। দেশের বিভিন্ন রুটে প্রতিদিন চলবে ২০০টি নন এসি ট্রেন। অনলাইনে টিকিট বুকিং শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে। ২০০টি ট্রেনের মধ্যে বাংলা থেকে চালু হচ্ছে ১৬টি ট্রেন। ১০টি মেইল-এক্সপ্রেস, ৩টি নন-এসি দুরন্ত, ও ৩টি জন শতাব্দী ট্রেন রয়েছে।

বাংলায় চালু হবে যে ১৬টি ট্রেন
——————————————

১. শিয়ালদহ – নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, ০২৩৭৭/৭৮

২. অমৃতসর – নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেস, ০২৪০৭/০৮

৩. অমৃতসর – কলকাতা এক্সপ্রেস, ০২৩৫৭/৫৮

৪. হাওড়া – সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, ০২৭০৩/০৪
৫. হাওড়া- মুম্বাই মেল, ০২৮০৯/১০

৬. হাওড়া – আমেদাবাদ এক্সপ্রেস, ০২৮৩৩/৩৪

৭. দিল্লি – আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেস, ০৫৪৮৩/৮৪

৮. হাওড়া – যোধপুর এক্সপ্রেস, ০২৩০৭/০৮

৯. হাওড়া – নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, ০২৩০৩/০৪

১০. হাওড়া – নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, ০২৩৮১/৮২

নন এসি দুরন্ত এক্সপ্রেস
——————————–
১. হাওড়া – যশোবন্তপুর, ০২২৪৫/৪৬

২. শিয়ালদহ – পুরী, ০২২০১/০২

৩. শালিমার – পাটনা, ০২২১৩/১৪

জনশতাব্দী এক্সপ্রেস
—————————–
১. হাওড়া – ভুবনেশ্বর, ০২০৭৩/৭৪

২. হাওড়া – পাটনা, ০২০২৩/২৪
৩. হাওড়া – বারবিল, ০২০২১/২২