১৩৩ কিলোমিটার প্রতি ঘন্টায় তখন আমফান বইছে। ১৪তলার নবান্নে আছড়ে পড়ছে ঝড়। কখনও কাচ ভাঙার শব্দ তো কখনও টিনের চাল উড়ে যাওয়ার শব্দ। নবান্নের মেইন গেটের গায়ে টিনের চাল উড়ে দুজন পুলিশকর্মী আহত হন। আবার নবান্নে ঢোকা মেইন গেট প্রবল হাওয়ায় ভেঙে যাওয়ার জোগাড়। অগত্যা কর্মীরাই নিজেরাই দীর্ঘক্ষণ সেই গেট হাত দিয়ে ধরে রাখলেন। জল থই থই নবান্ন জলমুক্ত করলেন বিশেষ দল।
