Wednesday, December 31, 2025

২৪ ঘন্টার মধ্যে আলো-জল ফেরাতে কড়া পদক্ষেপ ববি হাকিমের

Date:

Share post:

সাতদিনে কলকাতা স্বাভাবিক হবে। শুক্রবার কলকাতা পুরসভায় জানালেন ফিরহাদ হাকিম। সিএসসিকে বলেছি শুক্রবার এবং শনিবারের মধ্যে সমস্ত লাইনগুলো আগে চালু করে দিতে তারপর স্থায়ী ভাবে কাজ করতে হবে। সন্ধ্যার থেকেই সব জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করবে। ডব্লিউবিএসইবি বা বিদ্যুৎ বন্টন সংস্থাও সেই প্রতিশ্রুতি দিয়েছে। ফলে বিদ্যুৎ এলে জলও চলে আসবে স্বাভাবিকভাবে।

ফিরহাদ হাকিম এদিন সমন্বয় তৈরির অভাবের কারণে সিইএসসি, এসইবি, পুরকর্মী, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন ও এনডিআরএফ-এর সঙ্গে বৈঠকে বসেন। তিনি বলেন, বড় বিপর্যয় হয়েছে। পুরসভার হাতে ম্যাজিক স্টিক নেই যাতে নিমেষে চালু হয়ে যাবে সব কিছু। দুদিন ধরে বিদ্যুৎ নেই। তাই সিইএসসি ও এসিবিকে বলেছি আজ সন্ধ্যা থেকে শুরু করে কাল সন্ধ্যার মধ্যে সমস্ত জায়গায় আলো ফিরিয়ে দিতে। প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে লাইন ফিরুক। তারপর স্থায়ীভাবে ল্যাম্পপোস্টগুলিকে আবার নতুন করে খাড়া করে করা হবে। কলকাতা পুরসভার প্রশাসক জানান, আড়াই হাজার বিদ্যুতের খুঁটি পড়েছে কলকাতায়। সেগুলি সারাতে তো একটু সময় দিতেই হবে। মূলত বিদ্যুতের খুঁটির বা তারের উপর গাছ ভেঙে পড়েছে। কলকাতায় সাড়ে পাঁচ হাজার গাছ ভেঙেছে বলে তিনি জানান। সেগুলো সরাতে সময় লাগছে। ফিরহাদ জানান, এক একটি গাছ কাটতে তিন ঘন্টা সময় লাগে। গাছ কাটার এবং কর্মী আমাদের কাছে সীমিত ফলে একটু সময় দিতেই হবে আর এক্ষেত্রে যাতে সকলের মধ্যে সমন্বয় ঠিক থাকে তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী জানান পাম্পিং স্টেশন কিছু বন্ধ আছে সেগুলি চালু হয়ে যাবে। জল সরবরাহ প্রায় স্বাভাবিক। রাস্তা পরিষ্কার করার জন্য এনডিআরএফ কর্মীরা সাহায্য করবে। একই সঙ্গে কেবল লাইনগুলোকেও সচল করার জন্য ২৪ ঘন্টা সময় দিয়েছেন ফিরহাদ হাকিম।

spot_img

Related articles

ইংরেজির ভয় কাটাতে বিশেষ কর্মশালা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

বাংলা মাধ্যমের পড়ুয়াদের মধ্যে ইংরেজি নিয়ে একটা ভীতি দেখা যায়। এমনকী তাদের ইংরেজির দক্ষতাও বেশ কিছু কিছু ক্ষেত্রে...

Happy New Year: নিজের লেখা-সুর করা গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার মুখ্যমন্ত্রীর

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই নতুন বছরকে স্বাগত জানাবেন রাজ্যবাসী। ঠিক তার আগে ৩১ ডিসেম্বর সন্ধেয় মুখ্যমন্ত্রী মমতা...

২০২৫: ভারতীয় ক্রীড়ায় ক্রান্তিকাল

রাহুল বোস ২০২৫ সালটি ভারতীয় ক্রীড়ায় ক্রান্তিকাল। এই সময়টির সংজ্ঞা কেবলমাত্র আন্তর্জাতিক আঙিনায় জিতে আনা (যদিও মনোভাব অটুট রাখতে...

খালেদার শেষকৃত্যে নতুন সমীকরণ! ঢাকায় পাক-সম্পর্ক ফেরানোর চেষ্টা জয়শঙ্করের

উত্তাপ বাড়ছে ভারত-বাংলাদেশ সম্পর্কে। যোগ দিয়েছে পাকিস্তানও। লাগাতার বাংলাদেশের রাজনৈতিক দলগুলি ভারত বিদ্বেষের বিষ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে দায়সারাভাবে...