ঘূর্ণিঝড়ের প্রভাবে ফাঁসিরঘাটের ভেঙেছে বাঁশের সাঁকো, শহরে ঢুকতে সমস্যা

আমফানের পরোক্ষ প্রভাবে কোচবিহার জেলা শহরের দক্ষিণের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ফাঁসিরঘাটের অস্থায়ী বাঁশের সাঁকোটি ভেঙে গিয়েছে। ফলে জেলার দক্ষিণ-পশ্চিম অংশ বিচ্ছিন্ন। শহর ঢোকা কঠিন হয়ে পড়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের।

লকডাউনের জেরে কড়াকড়ি ও গণপরিবহনের অপ্রতুলতায় সাধারণ মানুষের শহর প্রবেশে সমস্যা বেড়েছে কয়েকগুণ। এখানে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিনের। সেই দাবিতে চলছে আন্দোলন। দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছে কোচবিহারবাসীর মধ্যে। গোসানিমারি নাগরিক কমিটির সম্পাদক প্রদীপ ঝাঁ বলেন, “জেলার হাজার হাজার মানুষের পাশাপাশি গোসানীমারির বাসিন্দারাও এই ঘাটের উপর যাতায়াত করেন। সাঁকোটি ভেঙে যাওয়ায় আমরা খুবই অসুবিধায় পড়েছি”।

এই সেতুর দাবি বিধানসভায় তুলেছেন কোচবিহার উত্তরের বিধায়ক মিহির গোস্বামী।
ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাওসার আলম ব্যাপারী বলেন, “এই ঘাট প্রায়ই বন্ধ থাকছে। এখানে সেতু হলে মানুষের জীবন যাত্রায় আসবে নতুন গতি , জেলায় উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে”।

Previous articleICSE ও ISC -র বাকি পরীক্ষার রুটিন দেওয়া হল
Next articleমুকেশ আম্বানির জিও’র পঞ্চম চুক্তি, এবার মার্কিন কেকেআর সংস্থা