চলতি আর্থিক বছরে (২০২০-২১) জিডিপি’র হার শূন্যর নিচে নেমে যাবে। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এই নিরাশার কথা শোনালেন। শক্তিকান্ত দাস জানান, দেশের অভ্যন্তরীণ উৎপাদনের হার ব্যাপকভাবে কমবে। অর্থনীতি চাঙ্গা করতে রেপো রেট, রিভার্স রেপো রেট কমিয়েছেন, ঋণের মোরাটোরিয়ামের সময়সীমা বাড়িয়েছেন। কৃষি ছাড়া আর কোনও বিষয়ে তিনি আশার আলো দেখছেন না। বিদ্যুৎ, পেট্রোপণ্য, বেসরকারি ভোগ্যপণ্যের চাহিদা লাফিয়ে কমেছে। সবচেয়ে হতাশাজনক হলো, দেশে গ্রাম ও শহরে চাহিদা কমেছে ৩৩%! আর এই সময়ে শিল্পোৎপাদন কমবে ১৭%।



