ক্ষতিগ্রস্ত যুবভারতী: আগের অবস্থায় ফেরানোর আশ্বাস অরূপের

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে সারা মহানগরের সঙ্গে ক্ষতিগ্রস্ত সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনও। ব্যাপক ক্ষতি হয়েছে মূল স্টেডিয়ামে। বেশ কয়েকটি জায়গায় টিনের ছাউনি উড়ে গিয়েছে। ভেঙেছে যুবভারতীর প্রেসবক্স, বাকেট সিট। শুক্রবার, ক্ষতিগ্রস্ত স্টেডিয়াম পরিদর্শনে যান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবারের ভয়াবহ ঘূর্ণিঝড়ে স্টেডিয়াম জুড়ে প্রচুর গাছ পড়েছে। ভেঙেছে প্র্যাকটিস গ্রাউন্ডের বাতিস্তম্ভ। পরিস্থিতি খতিয়ে দেখে অরূপ বিশ্বাস সাংবাদিকদের জানান, স্টেডিয়ামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবেন তিনি। যুবভারতীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ক্রীড়ামন্ত্রী।

Previous articleজিডিপি নামবে ০%!
Next articleআমফানে লাফিয়ে বাড়ছে মৃত্যু, পৌঁছল ৮৬তে