খুশির ঈদ বললে যাচ্ছে শোকে। একে করোনা, আমফানের তাণ্ডব- তার ওপর জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে ঘরের ছেলে- খুশির ঈদের প্রস্তুতির বদলে মুর্শিদাবাদের রেজিনগরের গোপালপুর গ্ৰামে এখন শুধুই শোকের ছায়া। কাশ্মীরের শ্রীনগরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন সিআরপিএফ-এর ৩৭ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান জিয়াউর হক। জিয়াউরের বাড়িতে ফোনে এই খবর আসতেই ভেঙে পড়ে পরিবার। তাঁর বাবা বলেন, ঈদের সময় বাড়ি ফেরার কথা ছিল তাঁর ছেলের। কিন্তু তার বদলে বাড়ি ফিরবে বছর পঁয়ত্রিশের যুবকের নিথর দেহ। জিয়াউরের পরিবার-সহ গোটা গোপালপুর গ্রাম শোকস্তব্ধ। শুক্রবার রাতে দেহ নিয়ে আসার কথা।