হুগলির কোন্নগরের কানাইপুরে জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। কানাইপুরে অবরুদ্ধ প্রধান সড়ক নৈটি রোড।শনিবার, সকালে কানাইপুরের বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বহু মানুষ। তাঁদের অভিযোগ, আমফানে পরে দুদিন কেটে গেলেও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানীয়জল নেই। যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা হচ্ছে ততক্ষণ তাঁদের এই বিক্ষোভ চলবে। ঘটনাস্থলে পুলিশবাহিনী-সহ যান কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব। তিনি দ্রুত পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে।
