Monday, November 10, 2025

চন্দন বন্দ্যোপাধ্যায় 

বয়স নয় নয় করে ২৭০ বছর! কত ঝড়ঝাপটা গিয়েছে মাথার ওপর দিয়ে । তবু অবিচল থেকে সব সহ্য করে নিয়েছে সে। আয়লা, ফণী- তাবড় সব ঝড়েদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে। কিন্তু হার মানতে হল আমপানের কাছে। শিবপুর বোটানিক্যাল গার্ডেন মানেই আলোচনার কেন্দ্রে থাকে সেই বিখ্যাত ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’র কথা। গার্ডেনের অন্যতম আকর্ষণও ছিল এই ‘বৃদ্ধ’। পৃথিবী জোড়া খ্যাতি তার। নাম উঠেছে গিনেস বুকে। কিন্তু সুপার সাইক্লোন আমপানের দাপট আর সইতে পারল না বুড়ো শরীর। ব্যাপক ক্ষতিগ্রস্ত হল সে।
শুধু ‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি’ই নয়, বুধবারের প্রলয়ে বোটানিক্যাল গার্ডেনে পড়ে গিয়েছে হাজারেরও বেশি গাছ। কিন্তু সবার আগে চর্চায় উঠে এসেছে ওই বটবৃক্ষের কথাই। পুরনো রেকর্ড থেকে জানা যাচ্ছ , এই গাছের জন্ম ১৭৫০ সাল নাগাদ। সেই হিসেবে বয়স প্রায় ২৭০ বছর।

তবে, ১৮৬৪-র ভয়াবহ সাইক্লোনকে হারিয়েছে সে। হার মানিয়েছিল সাম্প্রতিক আয়লা বা ফণীর মতো ঝড়ও। কিন্তু আমপানের কাছে হার মানতে হল তাকে। সুপার সাইক্লোন আঘাত হেনেছে তার মূলে। বৃদ্ধ বট আর আগের মতো যুঝতে পারেনি! গাছের পুরনো অংশের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
১৯২৫ সালে গাছটির মূল অংশটিকে কেটে বাদ দেওয়া হলেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়েছিল সে। আয়লা-ফণীতেও হেলায় দাঁড়িয়েছিল গাছটি। কিন্তু আমফানের দাপটে সত্যেন্দ্রনাথ বোস রোডের দিকে ভেঙে পড়েছে এই প্রাচীন বৃদ্ধ গাছের অধিকাংশ অংশ৷

তবে শুধু ওই বটবৃক্ষ নয়। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ জানিয়েছেন, মেহগিনি গাছের অ্যাভিনিউ- সহ আরও প্রচুর গাছ নষ্ট হয়ে গিয়েছে। শুধু দেশি নয়, বিদেশি এবং দুষ্প্রাপ্য বহু গাছ রয়েছে সেই তালিকায়। ঝড়ে পড়ে গেছে প্রচুর ফল। নষ্ট হয়ে গেছে বহু পাখির বাসাও। সবমিলিয়ে আমফানের প্রভাব ভালোই পড়েছে বোটানিক্যাল গার্ডেনের ওপর।

ছবি- দেবস্মিত মুখার্জি 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version