Saturday, December 27, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝাড়গ্রামে আমফান বিপর্যস্ত এলাকা নিয়ে প্রশাসনিক বৈঠক পার্থর

Date:

Share post:

আমফান পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি জেলাতে গিয়ে জেলার প্রশাসনের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার কথা রাজ্য মন্ত্রীসভার সদস্যদের । ঝাড়গ্রামের দায়িত্বে দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেইমতো আজ, শনিবার ঝাড়গ্রাম জেলায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী ও ঝাড়গ্রাম জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় । এদিন জেলার ৮টি ব্লকের সরকারি আধিকারিকদের সঙ্গে কোভিড ও আমফান পরিস্থিতি নিয়ে ঝাড়গ্রাম জেলাশাসকের মিটিং হলে ঘন্টাখানেক বৈঠক হয়। এই বৈঠকে ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী, ঝাড়গ্রাম জেলা সভাপতি মাধবী বিশ্বাস ও জেলা পুলিশ সুপার-সহ জেলার অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

সরকারি বৈঠক ছাড়াও ঝাড়গ্রাম রাজবাড়িতে পার্থ চট্টোপাধ্যায় দলীয় নেতৃত্বের সঙ্গেও একটি বৈঠক করেন এবং করনীয় সন্মন্ধে স্থানীয় নেতৃত্বকে বুঝিয়ে দেন। কোয়রাইন্টাই সেন্টার, আমফানের ক্ষয়ক্ষতি নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন।

সূত্রের খবর পার্থবাবু বলেন, “আমফানের প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিপর্যয় আমরা কাটিয়ে উঠবো খুব শ্রীঘ্রই। রাজ্য সরকার মানুষের সঙ্গে আছে, পাশে আছে”।

spot_img

Related articles

“রবীন্দ্রনাথ বাংলাভাষার শত্রু, বাংলাদেশের শত্রু!” তুলকালাম বাংলাদেশ

দেশের জাতীয় সঙ্গীত যাঁর লেখা, যাঁর গান গেয়ে স্বাধীন বাংলাদেশ পথচলা শুরু করেছিলেন, তিনিই নাকি বাংলাদেশের শত্রু! সম্প্রতি...

মেলবোর্নে লজ্জা মুক্তি, সাড়ে পাঁচ হাজার দিন পর অজিভূমে টেস্ট জিতল ব্রিটিশরা

২০১০-১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট সিরিজ জয়ের মুখ দেখেছিল ইংল্যান্ড। তারপর থেকে এখনো পর্যন্ত তিনবার অজিভূমে ব্রিটিশ...

উদ্দেশ্যপ্রণোদিতভাবে বয়স্কদের হয়রানি করা হচ্ছে, CEO দফতরে চিঠি দেওয়ার পর অভিযোগ তৃণমূলের

উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষ-বয়স্কদের হয়রানি করা হচ্ছে। বাংলায় সবার মধ্যে অকারণে ভীতি তৈরি করা হচ্ছে। এটা বিজেপির ষড়যন্ত্র এবং...

বিজেপি কর্মী গ্রেফতার হওয়ায় থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি ‘উদ্ধত’ শুভেন্দুর!

দলীয় কর্মী গ্রেফতার হওয়ায় এবার নন্দীগ্রামে পুলিশকে ধমক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে...