ব্যাটিং অর্ডার বদলে ধোনি যখন প্যাড পরতে বলেন , আমি  স্যান্ডউইচ খাচ্ছিলাম: অকপট রায়না

২০১৫-র বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চোখব্যাটিং অর্ডার বদলেধাঁধানো ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না । আর সেই ম্যাচে তাঁর ব্যাটিং অর্ডার বদলে দিয়েছিলেন ধোনি।
ইউটিউবের মাধ্যমে তা শেয়ার করলেন সুরেশ রায়না।
তাঁর অকপট স্বীকারোক্তি, স্যান্ডউইচ খাচ্ছিলাম। হঠাৎই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এসে বললেন, ‘‘প্যাড পরে নাও। এর পরে ব্যাট করতে নামতে হবে।’’ প্রথমে হকচকিয়ে গেলেও অধিনায়কের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন রায়না।
ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহালি। তাঁর শতরানের ছায়ায় ঢেকে গিয়েছিল রায়নার মারকাটারি ইনিংস।
আসলে বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে  নামছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ধোনি হঠাৎই ব্যাটিং অর্ডার বদলে পাঁচ নম্বর থেকে চারে পাঠিয়ে দেন বাঁ-হাতি রায়নাকে। রায়না বলছেন, ‘‘আমি ধোনির সিদ্ধান্ত নিয়ে কোনওদিনই প্রশ্ন তুলিনি। সেই সময়ে ক্রিজে ছিলেন কোহালি ও শিখর ধওয়ান। ধওয়ান রান আউট হতেই নেমে পড়েন রায়না। ২৯.৫ ওভারে ভারতের রান তখন ৩ উইকেটে ১৬২। রায়না ক্রিজে নেমে তাঁর সহজাত ব্যাটিং করতে থাকেন। ৫৬ বলে দ্রুত ৭৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। কোহালির সঙ্গে ১১০ রান জোড়েন তিনি। ম্যাচটা ভারত খুব সহজেই ৭৬ রানে জিতে নেয়।
পরে অবশ্যা রায়না অধিনায়ককে ব্যাটিং অর্ডার বদলানোর কারণ জিজ্ঞাসা করেন। ধোনি বলেছিলেন, ‘‘আমার মনে হয়েছিল লেগ স্পিনারদের বিরুদ্ধে তুমি ভাল খেলবে।’’ ধোনির এই ধুরন্ধর চালে ইয়াসির শাহ উইকেটহীন থেকে যান। রায়না পাক স্পিনারের বিরুদ্ধেই যে বেশি নির্দয় ছিলেন, সেদিন আরও একবার স্পষ্ট হয়ে যায় । আসলে ধোনির সেদিনের সিদ্ধান্ত ভারতকে সহজেই পাক বধ করতে সাহায্য করেছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Previous articleসিকিম আলাদা দেশ! কেজরিওয়ালের বিজ্ঞাপনে ঝড় সব মহলে
Next articleবিদ্যুতের ব্যর্থতার দায় রাজ্যের নয় সিইএসসির, দাবি ফিরহাদের