Monday, November 17, 2025

ব্যাটিং অর্ডার বদলে ধোনি যখন প্যাড পরতে বলেন , আমি  স্যান্ডউইচ খাচ্ছিলাম: অকপট রায়না

Date:

২০১৫-র বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে চোখব্যাটিং অর্ডার বদলেধাঁধানো ইনিংস খেলেছিলেন সুরেশ রায়না । আর সেই ম্যাচে তাঁর ব্যাটিং অর্ডার বদলে দিয়েছিলেন ধোনি।
ইউটিউবের মাধ্যমে তা শেয়ার করলেন সুরেশ রায়না।
তাঁর অকপট স্বীকারোক্তি, স্যান্ডউইচ খাচ্ছিলাম। হঠাৎই ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এসে বললেন, ‘‘প্যাড পরে নাও। এর পরে ব্যাট করতে নামতে হবে।’’ প্রথমে হকচকিয়ে গেলেও অধিনায়কের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন রায়না।
ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহালি। তাঁর শতরানের ছায়ায় ঢেকে গিয়েছিল রায়নার মারকাটারি ইনিংস।
আসলে বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে  নামছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ধোনি হঠাৎই ব্যাটিং অর্ডার বদলে পাঁচ নম্বর থেকে চারে পাঠিয়ে দেন বাঁ-হাতি রায়নাকে। রায়না বলছেন, ‘‘আমি ধোনির সিদ্ধান্ত নিয়ে কোনওদিনই প্রশ্ন তুলিনি। সেই সময়ে ক্রিজে ছিলেন কোহালি ও শিখর ধওয়ান। ধওয়ান রান আউট হতেই নেমে পড়েন রায়না। ২৯.৫ ওভারে ভারতের রান তখন ৩ উইকেটে ১৬২। রায়না ক্রিজে নেমে তাঁর সহজাত ব্যাটিং করতে থাকেন। ৫৬ বলে দ্রুত ৭৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। কোহালির সঙ্গে ১১০ রান জোড়েন তিনি। ম্যাচটা ভারত খুব সহজেই ৭৬ রানে জিতে নেয়।
পরে অবশ্যা রায়না অধিনায়ককে ব্যাটিং অর্ডার বদলানোর কারণ জিজ্ঞাসা করেন। ধোনি বলেছিলেন, ‘‘আমার মনে হয়েছিল লেগ স্পিনারদের বিরুদ্ধে তুমি ভাল খেলবে।’’ ধোনির এই ধুরন্ধর চালে ইয়াসির শাহ উইকেটহীন থেকে যান। রায়না পাক স্পিনারের বিরুদ্ধেই যে বেশি নির্দয় ছিলেন, সেদিন আরও একবার স্পষ্ট হয়ে যায় । আসলে ধোনির সেদিনের সিদ্ধান্ত ভারতকে সহজেই পাক বধ করতে সাহায্য করেছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version