আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত বারাকপুরের ৮ টি গ্রাম

আমফানের ক্ষতচিহ্ন রয়েছে রাজ্য জুড়ে। একইভাবে ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল। যার মধ্যে রয়েছে

বারাকপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৮ টি গ্রাম। ঘূর্ণিঝড়ের ফলে পানপুরের কেউটিয়া পঞ্চায়েতে প্রায় ৫০০ বাড়ির ক্ষতি হয়েছে। বিডিও বারাকপুর ১ তরুন কান্তি ঘোষ জানান, সব মিলিয়ে ২ হাজার বাড়ি ক্ষতি হয়েছে। পর্যবেক্ষণ করে সরকারি ভাবে সাহায্য করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে কোনও সাহায্য এখনও পর্যন্ত পৌঁছয়নি বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে কেউ আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর বাড়িতে। কেউ বা ওই ভাঙা ঘর আগলে পড়ে আছেন। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জানান, ঝড় বৃষ্টিতে ভেসে গিয়েছে তাঁর বই, খাতা।