Sunday, November 9, 2025

বিমানের মাঝের আসন ফাঁকা রাখার নিয়ম আগামী ১০ দিনের জন্য শিথিল : সুপ্রিম কোর্ট

Date:

ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর জন্য বিমানের মাঝের আসন ফাঁকা রাখার নিয়ম ১০ দিনের জন্য শিথিল করল সুপ্রিম কোর্ট। আপাতত এয়ার ইন্ডিয়ার ‘বন্দে ভারত মিশন’এ বদল হল নিয়ম।

২৪ মার্চ মধ্যরাত থেকে শুরু হয় লকডাউন। শুধুমাত্র নভেল করোনাভাইরাসের শৃঙ্খল ভাঙার জন্য। অবশেষে বহুদিন পরে সোমবার থেকে চালু হল অন্তর্দেশীয় বিমান চলাচল। আগামী ১০ দিন পর্যন্ত বিমান সংস্থাগুলি বিমানের মাঝে আসনে নিতে পারবে যাত্রী ‌ তবে এই সুবিধা আর পাওয়া যাবে না আগামী ৬ জুন থেকে। এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব। তবে কীভাবে বিমান সংস্থাগুলি এমন সিদ্ধান্ত নিতে পারে যে, বিমানের মাঝের আসনেও যাত্রী নেওয়া যাবে।

এবার সামাজিক দূরত্ব বজায় রাখার প্রসঙ্গেই এয়ার ইন্ডিয়াকে আদালত জানিয়েছে, আগামী ১০ দিন মাঝের আসনে যাত্রী নিতে পারবে কিন্তু তার পরে নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, “এটা একেবারাই সাধারণ বুদ্ধি যে এই সময়ে সামাজিক দূরত্ব রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিচারপতি জানতে চান, বাইরে কমপক্ষে ছ’ফুট দূরত্ব রাখতে বলা হচ্ছে। কিন্তু বিমানের ‌ভিতরে কী হবে?

এই প্রশ্নের উত্তরে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পক্ষে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, পরীক্ষা করা ও কোয়ারেন্টাইনে রাখাটাই সঠিক পদ্ধতি। বসার জায়গায় দূরত্ব নয়। তিনি এরপর দাবি করেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর বিচারপতি জানতে চান, “তাহলে কী যাত্রীরা সংক্রমিত হবেন না? ভাইরাস কি এটা মনে করবে যে এটা বিমানের ভিতর তাই সংক্রমণ করা ঠিক হবে না? পাশাপাশি যাত্রীদের বসালে সংক্রমণ হবেই।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে ১৬ জুন পর্যন্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তা শুনে আদালত জানায়, ৬ জুনের পরে আর মাঝের আসনে যাত্রী নেওয়া যাবে না।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version