Friday, August 22, 2025

চলতি মাসেই চতুর্থ দফা লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। অর্থনৈতিক কাজকর্মের স্বার্থেই বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করতে হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এরপরই ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ সময় আসতে চলেছে, যা শুরু হয়ে যাবে জুন মাস থেকেই। লকডাউন চলাকালীন মে মাসের শেষ পর্যায়ে এখনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। গত চারদিনে এই সংখ্যাটা বেড়েছে ২৬৪৮৬। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্তের তালিকায় ঢুকে পড়েছে ভারত। কিন্তু আগামী কয়েক দিন এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জুন মাসে ভারতে সংক্রমণের সবথেকে খারাপ সময় আসতে চলেছে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত চার দিনে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। শুক্রবার আক্রান্ত বেড়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। আর সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৯৭৭। অর্থাৎ সব মিলিয়ে ২৬৪৮৬। তার জেরে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১,৩১,৮৪৫।

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন শিথিল হওয়ার পরই সবচেয়ে স্পর্শকাতর সময় শুরু হবে। স্বাভাবিক নিয়মেই সংক্রমণ বাড়বে ব্যাপক হারে। ইউরোপের দেশগুলি তো বটেই, ইরান, দক্ষিণ কোরিয়া, চিন, সিঙ্গাপুর সর্বত্র একই চিত্র। ফলে ভারতের পক্ষেও জুন-জুলাই মাসটা করোনা সংক্রমণের নিরিখে বড় বিপর্যয়ের বার্তা আনতে চলেছে বলেই আগাম অনুমান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সতর্কতা কঠোরভাবে মেনে চলার কথা বলছেন তাঁরা।

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version