বিক্ষোভ সত্ত্বেও সিইএসসি বলছে ৯৫% জায়গায় বিদ্যুৎ এসে গেছে!

৯৫% জায়গায় বিদ্যুৎ চলে।এসেছে। বাকি ৫% জায়গায় মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ চলে।আসবে। সোমবার সিইএসসি কর্তা অভিজিৎ ঘোষ এ কথা জানালেন। সরকার তো বলছে সিইএসসি দায়ী। তার উত্তরে অভিজিৎ ঘোষ বলেন, প্রায় ৫ হাজার কর্মী দিন-রাত কাজ করছেন। দক্ষিণ কলকাতা প্রায় স্বাভাবিক। পাটুলি, সার্ভে পার্কে কাজ চলছে। দ্রুত স্বাভাবিক হবে। নেতাজিনগরেও কাজ চলছে। গ্রাহকদের কাছে যে সুনাম রয়েছে তা বজায় রাখব, জানেলেন সিইএসসি কর্তা।