প্রথম দিনেই না জানিয়ে ৮০ উড়ান বাতিল

প্রায় দু’মাস পরে উড়ান শুরু হতেই নতুন করে সমস্যা। বহু।উড়ান বাতিল করা হলো কোনওরকম আগাম খবর ছাড়াই। সোমবার দিল্লি থেকে ৮০টি বিমান বাতিল হলো। কিন্তু আগাম খবর ছিল না যাত্রীদের কাছে। কী কারণে বাতিল হয়েছে তাও জানানো হয়নি। ফলে প্রথম দিনেই নাকাল হয় যাত্রীরা। অন্তর্দেশীয় বিমান চালু হল সোমবার। মুম্বই, পাটনা, লখনউয়ের সঙ্গে চেন্নাই থেকেও বিমান চলাচল শুরু হয়েছে।