Wednesday, November 12, 2025

করোনা-আমফান সঙ্কটের মধ্যেই ঈদের বাজারে মুরগির মাংসের আকাশ ছোঁয়া দাম

Date:

দীর্ঘ করোনা সঙ্কটে সাধারণ মানুষের পকেটে টান। গোদের উপর বিষ ফোঁড়ার মতো উড়ে এসে সব তছনছ করে দিয়েছে সুপার সাইক্লোন আমফান। তার মধ্যেই পবিত্র ঈদ উৎসব। এমনিতেই বাজারে আনাজপাতির দর চড়া। তবে সাধারণ মানুষকে সবচেয়ে চমকে দিয়েছে মুরগির মাংসের আকাশ ছোঁয়া দাম। ঈদের বাজারে মুরগির মাংস বিক্রি হয়েছে কোথাও, ২২০,২৪০ টাকা, কোথাও আবার ২৫০ টাকা। ফলে উৎসবের দিনে মুরগির মাংস কিনতে গিয়ে কপালে ভাঁজ পড়েছে মানুষের।

কেন হঠাৎ কেন এতটা বাড়ল মুরগির দাম? পোলট্রি চাষিদের বক্তব্য, আমফানের তাণ্ডবে প্রায়৭৫ লক্ষ মুরগি মারা গিয়েছে। পোলট্রি ফার্মগুলির মারাত্মক ক্ষতি হয়েছে। সুপার সাইক্লোনের পর অনেক ফার্ম-এর অস্তিত্বই নেই। ফলে
এক ধাক্কায় জোগান অনেকটাই কমে গিয়েছে। যার প্রভাব দামের উপর পড়েছে। পাশাপাশি, মোবাইল নেটওয়ার্কের সমস্যা চলায় ব্যবসায়ী এবং চাষিদের মধ্যে সংযোগ রক্ষা করা যায়নি অনেক ক্ষেত্রেই। ফলে জোগানে স্থিতিশীলতা নেই, তারও প্রভাব পড়েছে বাজারে।

এদিকে, ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের কর্তাদের দাবি, প্রতি বছরই এই সময় মাংসের দাম বাড়ে। কেজি প্রতি ২০০ টাকা থেকে ২১০ টাকার কাছাকাছি থাকে দর। এবার লকডাউন ও ঘূর্ণিঝড়ে যে ক্ষতি হয়েছে, তাই দাম একটু বেড়ে যাওয়া স্বাভাবিক। তবে দীর্ঘদিন এই চড়া দর থাকবে না বলেই মনে করছেন তাঁরা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version