Wednesday, August 27, 2025

সাধারণ মানুষকে টাকা দিলে তবেই প্রধানমন্ত্রীর প্যাকেজের গুরুত্ব থাকবে: ঐশী ঘোষ

Date:

একে করোনায় রক্ষে নেই, আমফান দোসর। ঘূর্ণিঝড়ের জেরে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য। ঘর হারিয়েছেন সাধারণ মানুষ। পড়ুয়ারা হারিয়েছে বই খাতা। বাংলার এই বিপর্যয়ের দিনে প্রধানমন্ত্রী এসে হাজার কোটি প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু কীভাবে সাধারণ মানুষ পাবেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। এবার কার্যত একই সুরে কথা বললেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ।

ঐশী বলেন, প্রধানমন্ত্রী যে হাজার কোটি টাকার কথা ঘোষণা করেছে তা আসলে ভিত্তিহীন। এই টাকা মানুষের হাতে পৌঁছতে হবে। তবেই তার গুরুত্ব থাকবে। শুধুমাত্র ঘোষণায় কোন ফল মিলবে না। ঐশী বলেন, এই ঘূর্ণিঝড় জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার কথা আগেই বলেছিলেন সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। সিপিআইএমের প্রাক্তন বিধায়ক কান্তি গঙ্গোপাধ্যায় দলের নেতা-কর্মীদের নিয়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করেছেন। সে কথাও উল্লেখ করেছেন ঐশী।

এসএফআই নেত্রী ঐশী বলেন, অনলাইন এডুকেশন চালু হয়েছে। কিন্তু এই পদ্ধতিতে লেখাপড়া করা রাজ্যের অধিকাংশ পড়ুয়ার পক্ষে সম্ভব না। বই-খাতা কেনার সামর্থ নেই। স্মার্ট ফোন নেই। ৮০ শতাংশের কাছে ইন্টারনেট নেই।সোমবার এসএইআইয়ের তরফে ছাত্রছাত্রীদের খাতা-বই পেন বিতরণ করেন নেত্রী ঐশী ঘোষ। স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয় ছাত্রীদের। সাংবাদিকদের তিনি জানান, “নিত্য প্রয়োজনীয় জিনিস পাচ্ছেন না সাধারণ মানুষ। আমরা তাই ছাত্রছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণের পরিকল্পনা করেছি।”

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version