Wednesday, May 14, 2025

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কলকাতায় উপড়ে গিয়েছে হাজার হাজার গাছ। লকডাউন বিধি প্রত্যাহার হলেই সময়ে শহরের দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়তে পারে শুধুমাত্র এই কারণেই৷ এমনই আশঙ্কা পরিবেশবিদদের৷ ওদিকে কলকাতা পুরসভা আগেই জানিয়েছে, ৫ হাজারের বেশি গাছ পড়ে গিয়েছে শহরে। তাদের মধ্যে অনেক গাছেরই বয়স ৫০ বছরেরও বেশি। তবে পরিবেশবিদরা মনে করছেন, পড়ে যাওয়া গাছের সংখ্যা ১০ হাজারের বেশি। পরিবেশবিদদের আশঙ্কা, দূষণের মাত্রা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ২.৫ হয়ে যেতে পারে। সেই সময় অর্থাৎ লকডাউন-পরবর্তী সময়ে দৈনিক ৮ লক্ষ গাড়ি রাস্তাগুলি দিয়ে চলাচল করবে। ওদিকে এক ধাক্কায় হাজার হাজার গাছ কমে গিয়েছে৷

ফলে কলকাতায় দূষণ বাড়বেই৷ এদিকে, রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, আগামী বর্ষার মরশুমে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।কলকাতা পুরসভাও পরিস্থিতি মোকাবিলায় বিপুল পরিমাণে গাছ লাগানোর পরিকল্পনা করেছে। কলকাতায় ‘গ্রিন কভার’-কে ফিরিয়ে আনতে চাইছেন মুখ্যমন্ত্রীও৷
বিশেষজ্ঞদের বক্তব্য, একটি পূর্ণবয়স্ক গাছের ক্ষতিপূরণ করতে ১০টি গাছ লাগানো দরকার। এটাই সাধারণ নিয়ম। তেমন করা গেলে আগামী৩-৪ বছর পর কলকাতার দূষণমাত্রা নিয়ন্ত্রিত হতে পারে৷
নিঃসৃত কার্বন গ্রহণ করে গাছ। এটি বাতাসের শুদ্ধতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন কর থাকে। তাই কলকাতায় গাছের সংখ্যা বাড়ানো দরকার৷ প্রসঙ্গত,
লকডাউনের সময়ে শহরের দূষণের মাত্রা দারুণ ভাবে হ্রাস পেয়েছে।

Related articles

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...

গুরুতর আহত তৃণমূল বিধায়ক তাপস সাহা! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে 

বাড়িতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার সকাল আটটা নাগাদ...

এবারের আইপিএলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর দিল্লিতে

অবশেষে আইপিএলে(IPL) বাংলাদেশের ক্রিকেটার। পরিবর্তিত সূচী অনুযায়ী আইপিএল শুরু হওয়ার আগেই দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) শিবিরে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর...

সাতদিন আগে মৃত বাঘিনী বার্ড-ফ্লু আক্রান্ত! বন্ধ একের পর এক চিড়িয়াখানা

সাতদিন ধরে একের পর এক পশুর মৃত্যু উত্তরপ্রদেশের গোরখপুর চিড়িয়াখানায়। সাতদিন পরে প্রথম মৃত্যুতে রিপোর্ট প্রকাশ্যে আসে। তাতে...
Exit mobile version