ভারত নিয়ে পাকিস্তানের অবস্থানের বিরোধিতা ওআইসির সদস্য দেশগুলির

রাষ্ট্রসঙ্ঘে অর্গানিজেশন অফ ইসলামিক কনফারেন্সে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানের তীব্র বিরোধিতা করেছে মালদ্বীপ। ওআইসির সদস্য দেশগুলির স্থায়ী প্রতিনিধিদের নিয়ে ১৯ মে অনলাইনে বৈঠক হয়। ওই বৈঠকে পাকিস্তান ওআইসির সদস্য দেশগুলিকে ভারতের বিরুদ্ধে যৌথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী মালদ্বীপের এই বিরোধিতাকে সমর্থন করেছে।

ওআইসির সদস্য দেশগুলির স্থায়ী প্রতিনিধিদের নিয়ে ১৯ মে অনলাইনে বৈঠক হয়। ওআইসির অন্যান্য দেশ রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে সমর্থন করেনি। ওই বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে মুনির আক্রম বলেন, ” ভারতে ইসলাম বিরোধিতা ঘিরে যৌথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছোট ছোট আনুষ্ঠানিক ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে হবে।” এই প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, ওআইসির সদস্য দেশগুলির সব বিদেশমন্ত্রীর অনুমোদনের পরেই নতুন কোনও কার্যনির্বাহী দল গঠন হবে।

Previous articleদমকল মন্ত্রীর উদ্যোগে শহরের বুকে নামলো টেলিস্কোপ ক্রেন, ৫ মিনিটে তুড়ি মেরে সাফ বিশাল গাছ
Next articleশহরের ৮০% স্বাভাবিক হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী