Wednesday, December 17, 2025

‘পরিযায়ী শ্রমিকদের জন্য ব্যবস্থা যথেষ্ট নয়’, কেন্দ্র ও রাজ্যগুলির রিপোর্ট তলব শীর্ষ আদালতের

Date:

Share post:

“পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটাতে রাজ্য সরকারগুলি এবং কেন্দ্রীয় সরকার যে ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, তা যথেষ্ট নয় এবং ত্রুটিপূর্ণ।”

দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অসহায় অবস্থা দেখে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই মন্তব্যই করেছে৷ দেশের শীর্ষ আদালতের মন্তব্য, “এই সমস্যা সমাধানে আরও উদ্যোগ প্রয়োজন৷”

হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধানে উদ্যোগী হয়ে এদিন সুয়ো-মটো বা স্বতঃপ্রণোদিত ভাবে একটি মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট৷ আগামীকাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে৷ ওই শুনানিতেই রাজ্যগুলি ও কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা খতিয়ে দেখবে শীর্ষ আদালত৷ বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চে হবে এই মামলার শুনানি৷ এই বেঞ্চের তরফে কেন্দ্র ও সব ক’টি রাজ্য সরকারকে নোটিশ জারি করা হয়৷ নোটিশে বলা হয়েছে, লিখিত ভাবে সব ক’টি রাজ্য সরকার ও কেন্দ্রকে লিখিতভাবে এ বিষয়ে বক্তব্য জানাতে হবে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে৷

সুপ্রিম কোর্ট সুয়ো-মটো বা স্বতঃপ্রণোদিতভাবে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে মামলা দায়ের করেছে কেন, তার ব্যাখ্যাও দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ৷ ব্যাখ্যায় বলা হয়েছে, “আমরা দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও দুর্দশার বিষয়ে জানার জন্য স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলাটি গ্রহণ করেছি৷ বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন এবং মিডিয়া রিপোর্ট প্রতিদিন দেখিয়ে দিচ্ছে যে, দীর্ঘ পথ হেঁটে পেরোতে গিয়ে কী ভাবে একের পর এক দুর্ভাগ্যজনক শোচনীয় পরিস্থিতির মুখে পড়ছেন এই পরিযায়ী শ্রমিকরা৷ যে সব জায়গায় তাঁরা আটকে ছিলেন দিনের পর দিন, সেখানে ঠিক মতো খাবার ও জল পাওয়া যায়নি বলেও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এঁরা৷ বাড়ি ফেরার জন্য হাজার কিলোমিটার হাঁটার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েছেন এরা, জাতীয় সড়ক ধরে কেউ হাঁটছেন, আবার কেউ সাইকেল বা অন্য পরিবহণের মাধ্যমে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে চাইছেন৷ সমাজের এই বিরাট অংশটির প্রয়োজন সংশ্লিষ্ট সরকারের সহযোগিতা৷ পরিযায়ী শ্রমিকদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া উচিত কেন্দ্র, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের৷”

spot_img

Related articles

হরিণঘাটায় আইসক্রিম কারখানায় বিস্ফোরণ! ছিন্নভিন্ন মালিকের দেহ, আহত ১

নদিয়ার হরিণঘাটায় আইসক্রিম কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে বিরহী-১ গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া এলাকায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কারখানার...

শহরতলি-মফঃস্বলে যানজটের মোকাবিলার বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা শুরু রাজ্যের

শহরতলি ও মফঃস্বল এলাকায় ক্রমবর্ধমান যানজটের সমস্যা (West Bengal Traffic) মোকাবিলায় পথ খুঁজতে বেসরকারি সমীক্ষা সংস্থাকে দিয়ে সমীক্ষা...

মেসির ভারত সফরের টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন, সমালোচনায় সরব হাবাস

অনিশ্চয়তার অন্ধকারে ভারতীয় ফুটবল, সেখানে লিও মেসিকে(Messi) এনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। এই নিয়ে আগেই সমালোচনা...

যুবভারতী কাণ্ডে বাড়ল সিটের সদস্যসংখ্যা, ঘটনাস্থল পরিদর্শনে ফরেনসিক টিম

লিওনেল মেসির (Lionel Messi) কলকাতা সফরে যেভাবে যুবভারতীতে বিশৃঙ্খলা হয়েছে তার তদন্তে আগেই SIT গঠন করা হয়েছে। এবার...