14 জুন পর্যন্ত বাড়তে পারে দেশ জুড়ে চলা লকডাউনের মেয়াদ

14 জুন পর্যন্ত বাড়তে পারে দেশ জুড়ে চলা লকডাউনের মেয়াদ। যদিও এ বিষয়ে এখনই কোনও নির্দেশিকা জারি করেনি কেন্দ্র। তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কলকাতা-সহ দেশের 11 টি শহরের জন্য নতুন গাইডলাইন তৈরি করে পঞ্চম দফার লকডাউনের ঘোষণা করা হবে।

চতুর্থদফার মেয়াদ 31 মে শেষ হচ্ছে। তার আগেই এ বিষয়ে নোটিফিকেশন জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগেই দেশের বেশ কয়েকটি রাজ্য নিজেরাই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জুন মাসের মধ্যবর্তী সময়ে কারোনা সংক্রমণ আরও বাড়তে পারে। এই পরিস্থিতির ওপর নজর দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে সূত্রের খবর।

Previous articleহুগলি: ফের জেলা জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টি
Next articleলকডাউনের পর কোন ব্যবসা বাড়বে?