Friday, November 14, 2025

চিনা সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার বার্তা দিলেন প্রেসিডেন্ট শি

Date:

লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে উত্তেজনা তৈরির মধ‍্যেই চিনের সামরিক প্রস্তুতি ও প্রশিক্ষণ বাড়ানোর জন্য নিজের দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) উদ্দেশে শি-র স্পষ্ট বার্তা, খুব খারাপ পরিস্থিতির কথা আগাম ভেবে রেখে সেই অনুযায়ী প্রশিক্ষণ ও যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াতে হবে, যাতে দ্রুত ও দক্ষতার সঙ্গে সব রকম জটিল পরিস্থিতির মোকাবিলা করা যায়। আর তার মাধ্যমে রক্ষা করা যায় দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ।

লাদাখে ভারত-চিন সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে যখন চরম উত্তেজনা তৈরি হয়েছে, তখন পিএলএ-র উদ্দেশে চিনা প্রেসিডেন্টের এই বার্তার গূঢ় উদ্দেশ‍্য বোঝার চেষ্টা শুরু করেছেন অনেকেই। বিশেষ করে যখন ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে লাদাখের গালওয়ান উপত্যকায় সেনা মোতায়েন আচমকাই বাড়িয়ে দিয়েছে পিএলএ। এমনকি তিব্বতের গাড়ি কুনসা বিমানবন্দরে রাতারাতি বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে চিন।

চিনের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি শি। সেই সঙ্গে তিনি পদাধিকার বলে সেন্ট্রাল মিলিটারি কমিটির চেয়ারম্যান। চিনের আইনসভা তথা ত্রয়োদশ ন্যাশনাল পিপলস কংগ্রেসের তৃতীয় অধিবেশন এখন চলছে। সেখানে একটি প্লেনারি সেশনে বক্তৃতা প্রসঙ্গে চিনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। তাঁর কথায়, কোভিড মহামারি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত প্রভাব ফেলেছে। চিনের নিরাপত্তা ও উন্নয়নের প্রশ্নে তার তাৎপর্য রয়েছে। মহামারি মোকাবিলার পাশাপাশি ভ্যাকসিন ও ওষুধের জন্য সামরিক গবেষণাও বাড়াতে হবে।

Related articles

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...
Exit mobile version